ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত সোমবার (Bihar Hospital Incident) সন্তানের প্রসবের জন্য লৌরিয়া কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি হন এক প্রসূতি। স্ত্রীকে নিয়ে সরকারি হাসপাতালে গিয়েছিলেন যুবক। নির্দিষ্ট সময়ে সেখানে প্রসবও হয়। কিন্তু প্রসবের পর কাঁদেনি সদ্যোজাত সন্তান। কর্তৃব্যরত নার্স তখনই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন দেন। কিন্তু সেই ‘মৃত’ শিশুই চিৎকার করে কেঁদে উঠল বেসরকারি হাসপাতালে।
কোলে নিয়ে তাকে ‘মৃত’ বলে ঘোষণা (Bihar Hospital Incident)
বাহাদুর বাইঠা এবং তাঁর স্ত্রী জ্যোতি কুমারী। গত ২৪ মার্চ অন্তঃসত্ত্বা অবস্থায় জ্যোতিকে নিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে (Bihar Hospital Incident) গিয়েছিলেন বাহাদুর। সাধারণ পদ্ধতিতেই জ্যোতি সন্তান প্রসব করেন। তাঁর পেটে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু জন্মের পর সদ্যোজাত সন্তান কিছুতেই কাঁদছিল না। অভিযোগ, কর্তব্যরত নার্স ওই শিশুটিকে কোলে নিয়ে তাকে ‘মৃত’ বলে ঘোষণা করে দেন।
নবজাতকটি নড়াচড়া শুরু করে (Bihar Hospital Incident)
দম্পতি তাঁদের মৃত নবজাতককে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করার পর, সেখানকার চিকিৎসকরা শিশুটিকে অক্সিজেন সরবরাহ করেন। অক্সিজেন পাওয়ার পরই ওই নবজাতকটি নড়াচড়া করতে এবং কাঁদতে শুরু করে। রিপোর্ট অনুসারে, ডাক্তাররা শিশুটির চিকিৎসা শুরু করেন এবং অক্সিজেন সরবরাহ করেন। আশ্চর্যজনকভাবে, অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিতে জীবনের লক্ষণ দেখা দিতে শুরু করে।
আরও পড়ুন: Bengaluru Wife Murder: স্ত্রীকে খুন করে সুটকেসে দেহ, প্রতিবেশীকে ফোন করে স্বীকারোক্তি
স্বাক্ষর করার ভুল স্বীকার করেছেন
নার্স রাধিকা কুমারী প্রথমে শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপস্থিত চিকিৎসক ডা. আফরোজ-ও পরীক্ষা ছাড়াই মৃত্যু নিশ্চিত করেন এবং ডিসচার্জ স্লিপে স্বাক্ষর করেন। শিশুটি বেঁচে আছে জানতে পেরে, ডা. আফরোজ যথাযথ পরীক্ষা ছাড়াই শংসাপত্রে স্বাক্ষর করার ভুল স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।