ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে (Muzaffarnagar) ঘটে গেল আবারও স্বামী হত্যার চেষ্টার ঘটনা। এবার অভিযোগ উঠল মুজফ্ফরনগরের এক গৃহবধূ পিঙ্কি শর্মার বিরুদ্ধে। জানা যাচ্ছে তিনি কফিতে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করেন নিজের স্বামীকেই। হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পিঙ্কির স্বামী অনুজ শর্মা।
প্রেমিকের সঙ্গে পরিকল্পনা? (Muzaffarnagar)
বছর দুয়েক আগে গাজ়িয়াবাদের লোনি থানা এলাকার পিঙ্কির সঙ্গে বিয়ে হয়েছিল মুজফ্ফরনগরের (Muzaffarnagar) ভায়ঙ্গী গ্রামের বাসিন্দা অনুজের। মেরঠের এক হাসপাতালে কর্মী তিনি। অভিযোগ, কফির সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে খুন করার চেষ্টা করেন স্ত্রী পিঙ্কি। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই অনুজকে খুন করার চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে, বিয়ের কয়েক মাস পর থেকেই পিঙ্কির আচরণে সন্দেহ হয় অনুজের।
ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা (Muzaffarnagar)
পরিবারের লোকজন বলছেন, অনুজ কাজে বেরিয়ে গেলেই প্রেমিকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতেন পিঙ্কি। বিষয়টি অনুজের কানে গেলে তিনি তখন পিঙ্কিকে বোঝানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে অনুজের সঙ্গে পিঙ্কির অশান্তিও শুরু হয়। তার পর অনুজের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন পিঙ্কি। দম্পতিকে ডেকে কাউন্সেলিং করানো হয় পুলিশের তরফে। তারপরে ঘটে যায় এমন ঘটনা।
আরও পড়ুন: UP Children Murder: ৪ সন্তানকে গলা কেটে খুন, আত্মঘাতী বাবা
কফি খাওয়ার পরই অসুস্থ
অনুজের বোনের আরও দাবি, তাঁর বৌদির প্রেমিক আর কেউ নন, অনুজেরই এক আত্মীয়। গত ২৫ মার্চ অনুজ কাজ থেকে বাড়ি ফেরার পর কফি খান। অভিযোগ, সেই কফিতে বিষ মিশিয়ে দিয়েছিলেন পিঙ্কি। কফি খাওয়ার পরই অনুজ অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, অনুজের অবস্থা আশঙ্কাজনক।