ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূর্ব বর্ধমানের কালনায় পঞ্চম শ্রেণির ছাত্র (Kalna Incident) তন্ময় দাসের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত্যুর কারণ? (Kalna Incident)
বুধবার কালনা হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে খেলার সময় সে পড়ে গিয়ে গুরুতর (Kalna Incident) আহত হয়। হোম কর্তৃপক্ষের দাবি, তন্ময় খেলতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল। কিন্তু নিহতের আত্মীয়রা এই দাবি মানতে নারাজ এবং তারা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে করছেন।
খেলতে গিয়েই বিপদ
মিশনের সূত্রে জানা যায়, তন্ময় ২০২২ সালে হোমে আসার পর থেকেই খেলাধুলায় সক্রিয় ছিল। বুধবার সন্ধ্যায় সে বন্ধুদের সঙ্গে খেলছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। হোমের কর্মী শুভ্রা দাস জানান, তৎক্ষণাত তন্ময়কে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: Patuli Incident: পাটুলিতে মাকে খুন, তারপর গায়ে আগুন, ছড়াল চাঞ্চল্য!

দায়ের হয়নি অভিযোগ
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী জানিয়েছেন, ছাত্রের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।