ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার হৃত্বিক রোশনের (Hrithik Roshan) হাতে এল গুরু দায়িত্ব। তার নেপথ্যে মূল কান্ডারী অভিনেতার বাবা। হৃত্বিক এবার চলেছেন তাঁর বাবার দেখানো পথে। প্রায় ২৫ বছর আগে হৃত্বিককে অভিনয়ে এনেছিলেন তাঁর বাবার রাকেশ রোশন (Rakesh Roshan)। আর সেই ঘটনার ২৫ বছর পর হৃত্বিকের কেরিয়ারে নতুন মোড়। সেখানেও বাবার ভূমিকা। বলিউডের (Bollywood ) অন্দরে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি পর্দায় আসতে চলেছে ‘কৃশ ৪’ (Krrish 4)। যেখানে হৃত্বিক রোশনকে অভিনেতা হিসেবে দেখা যাবে। পাশাপাশি নতুন ভূমিকায় বলিউডে অবতীর্ণ হতে চলেছেন তিনি।
পরিচালনা থেকে রাকেশের অবসর (Hrithik Roshan)
বলিউডের বর্ষীয়ান পরিচালক রাকেশ রোশন কিছুদিন আগেই বলেছিলেন, তিনি ছবি পরিচালনা থেকে অবসর নেবেন। নেপথ্যে কাজ করছে তাঁর বয়স এবং শারীরিক অসুস্থতা। এমনটাই মনে করেছিল দর্শক মহল। কিন্তু তিনি যে তাঁর রাজত্ব নিজের ছেলের হাতে তুলে দিতে চলেছেন, তা প্রমাণিত হয়ে গেল শুক্রবার। শুধু তাই নয়, রাকেশ রোশন হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সুপারহিরো সিক্যুয়েল ছবি ‘কৃশ ৪’ এর পরিচালনা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
পরিচালনার দায়িত্ব বদল (Hrithik Roshan)
এক সাক্ষাৎকারে রাকেশকে বলতে শোনা গিয়েছিল, ওই ছবিতে তাঁর বদলে পরিচালনার দায়িত্ব পালন করবেন অন্য কেউ। এবার সেই ইঙ্গিতে নিজেই সিলমোহর দিলেন। দায়িত্ব দিলেন নিজের ছেলের হাতে। অর্থাৎ ‘কৃশ ৪’ এর হাত ধরে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। সে খবর নিজেই জানালেন রাকেশ রোশন। সোশ্যাল মিডিয়ায় রীতিমত সাড়ম্বরে ঘোষণা করলেন। পোস্ট করলেন ছেলের সঙ্গে তাঁর ছবি।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: মুম্বাইয়ে ফ্যাশন শো মাতালেন প্রসেনজিৎ! সাজের জৌলুসে কোন ইঙ্গিত দিলেন?
রাকেশ রোশনের পোস্ট
হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন সোশ্যাল মিডিয়ায় লেখেন “ডুগ্গু আজ থেকে পঁচিশ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আজ আমি আবার তোমাকে পরিচালক হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি ‘কৃশ ৪’ এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবে। তোমার সাথে আমাদের সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা রয়েছে।”
আরও পড়ুন: Aparajita-Debchandrima: নতুন সম্পর্কের রসায়নে অপরাজিতা-দেবচন্দ্রিমা! দেখা যাবে কোন ছবিতে?
শীঘ্রই আসছে ‘কৃশ ৪’ !
বিগত বেশ কয়েক বছর ধরেই ‘কৃশ ৪’ নিয়ে কম জল্পনা চলছে না। তাছাড়া এর আগে এই ছবির তিনটি পর্ব রীতিমত সফল ভাবে বাণিজ্য করেছে। স্বাভাবিক ভাবেই বক্স অফিসে, ‘কৃশ ৪’ যে বড় ঝড় তুলবে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, এই ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে। ‘ওয়ার ২’ এর কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে ‘কৃশ ৪’ এর কাজ। এই ছবিতে কাদের দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, পরিচালনার পাশাপাশি এই ছবির হাত ধরে আবারও সুপারহিরো হিসেবে বড় পর্দায় ফিরতে পারেন হৃত্বিক।