ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) ২ শতাংশ মহার্ঘ ভাতা(DA Hike)বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে দাঁড়াল ৫৫.৯৮ শতাংশ। যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা(ডিএ)বৃদ্ধি।
ফের ডিএ বৃদ্ধি কেন্দ্রের(DA Hike)
আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত ডিএ(DA Hike) কার্যকর হবে। সে কথা গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮ শতাংশ। পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিআর (মহার্ঘ ত্রাণ) বৃদ্ধি পেয়ে হবে ১৮ শতাংশ। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিএর ফারাক ছিল ৩৫ শতাংশ। এ বার সেই ফারাক দাঁড়াচ্ছে ৩৭ শতাংশ।
কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন ডিএ বৃদ্ধি(DA Hike)
অতিমারীর সময়ে মহার্ঘ ভাতা(DA Hike) স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে ২০২১ সালের পর আবার ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে তিন বা চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে ৫০ থেকে ৫৩ শতাংশ হয়েছিল কেন্দ্রীয় মহার্ঘভাতা। কিন্তু এ বার ডিএ বৃদ্ধির হার কমছে কেন? মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘভাতা দেয় সরকার। হিসাবে বলছে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। আর এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদী প্রশাসন।
আরও পড়ুন: Force Motors: বহরে বাড়ছে সেনা! ২৯৭৮ গাড়ি সরবরাহ করবে ফোর্স
ডিএ বেড়ে এখন কত হলো?
সাধারণত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে ২ বার ডিএ বৃদ্ধি হয়ে থাকে। বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে ডিএ ঘোষণা করা হয়ে থাকে। কর্মীদের মূল বেতন বা বেসিক পে-এর উপর ডিএ ঘোষণা করা হয়। অষ্টম পে কমিশন যদিও বা এখনও কার্যকর হয়নি। গত জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Cow in Bedroom: পেছনে তাড়া করেছে ষাঁড়, বিছানায় উঠে পড়েছে গরু, তাজ্জব বাড়ির বাসিন্দারা!
সরকারের দাবি, অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের নেওয়ার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর লাভ হবেন। তবে সপ্তম পে কমিশন অনুযায়ী এখন কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর যদি বেসিক পে ১৮ হাজার টাকা হয়। তাহলে ৫৫ শতাংশ ডিএ হলে তাঁর ডিএ হবে ৯৯০০ টাকা। আগে ৫৩ শতাংশ ডিএ-থাকার সময় ডিএ ছিল ৯৫৪০ টাকা। অর্থাৎ এখন ৩৬০ টাকা বাড়ল।