ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৯ মার্চ, শনিবার সঙ্গীত শিল্পী অনুপম রায়ের (Anupam Roy Birthday) জীবনের বিশেষ দিন। কারণ আজ তাঁর জন্মদিন (Birthday) । তাঁর ‘মিথ্যে স্বপ্ন’ গানের লঞ্চ অনুষ্ঠানেও জন্মদিন সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। ছোটবেলায় শিল্পী তাঁর জন্মদিন কীভাবে উদযাপন করতেন? জন্মদিনের বিশেষ কোন জিনিসটি অনুপমের সব থেকে প্রিয়? ছোটবেলার নানান কথা শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
জাঁকজমকহীন জন্মদিন (Anupam Roy Birthday)
যাঁর গানে মুগ্ধ আট থেকে আশি। অনুপম রায়ের (Anupam Roy Birthday) শৈল্পিক বুননে সঙ্গীত প্রেমীরা বারংবার মুগ্ধ হন। তাঁর গানের প্রেমে পড়েন। শুধু তাই নয়, যেন মায়ার আবেশ সর্বদা ঘিরে রাখে। শিল্পীর জন্মদিন উদযাপনে যে খুব জাঁকজমক থাকে, এমনটা নয়। পরিবারের সকলের উপস্থিতিতেই তিনি কেক কাটেন। তবে মাঝে মাঝে কাজের সূত্রে, কখনও বা অনুরাগীদের আবদারে জন্মদিন সেলিব্রেশন করতে হয় তাঁকে।
অনুরাগীদের উদ্দেশ্যে অনুরোধ (Anupam Roy Birthday)
শিল্পী সবসময় চেষ্টা করেন, তাঁর অনুরাগীদের জন্য আলাদা করে সময় বার করার। কারণ প্রতিবছর জন্মদিনে অনুপমের (Anupam Roy Birthday) থেকে অনুরাগীদের আলাদা প্রত্যাশা থাকে। অনুপম কখনও জন্মদিনের আগে, কখনও জন্মদিনের দিন, আবার কখনও বা তার পরের দিন অনুরাগীদের সঙ্গে দেখা করে কেক কাটেন। তবে এ বছর অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ আবেদন করলেন শিল্পী। অনুপমের অনুরোধ, জন্মদিন উপলক্ষে তাঁকে উপহার না দিয়ে সেই অর্থ যেন কোনও ভালো কাজে ব্যবহার করা হয়।
আরও পড়ুন: Aryann Bhowmik: গরমে আরিয়ানের ভরসা কাঁচা পেয়াঁজ! তাঁর গ্ল্যামারাস ত্বকের রহস্য কী?
ছোটোবেলায় জন্মদিন পালন
অনুপম রায় খেতে ভীষণ ভালোবাসেন। জন্মদিনে তাঁর প্রিয় পদ, মায়ের হাতে বানানো পায়েস। ছোটবেলায় জন্মদিনের দিন সন্ধ্যেবেলাটা বাড়িতে বেশ মজায় কাটত। বাড়িতে বন্ধুরা আসত। তাই সন্ধ্যেবেলা পড়াশোনা থেকে ছুটি পেতেন অনুপম। যদিও শিল্পী পড়াশোনা করতে বরাবরই ভালোবাসতেন। তবে এখন ব্যাপারটা আলাদা। তাঁর জন্মদিন কাটে কাজে কাজে। যদিও অনুপম রায় এটাই চান। তিনি মনে করেন, যত বেশি কাজ করবেন, জন্মদিন আরও ভালো ভাবে পালন করতে পারবেন। ছোটবেলায় একটিই একটি কেক কাটা হতো। মাঝে মাঝে কেক বাড়িতে বানানো হত। তবে এখন পরিচিতি বাড়ার সাথে সাথে সেই কেকের সংখ্যাও বেড়েছে। এমনও হয়েছে যে, তিনি জন্মদিন পালন করছেন প্রায় এক সপ্তাহ ধরে।
আরও পড়ুন: Suman Dey: সুমনের জীবনে বোরোলিনের কাজ করে প্রেমিকা! সম্পর্কের কোন সিক্রেট সামনে আনলেন?
কাজে কাজে কাটছে জন্মদিন
মার্চে শুধুমাত্র শিল্পীর জন্মদিন নয়, এই মাসেই প্রশ্মিতা এবং অনুপমের বিবাহ বার্ষিকী। এ বছরের জন্মদিন অনুপমের কাছে বিশেষ। কারণ জন্মদিনের প্রাক্কালেই মুক্তি পেয়েছে ‘কিলবিল সোসাইটি’ এবং ‘আমার বস’ ছবির গান। তাই শিল্পীর জন্মদিন কাটছে কাজের মধ্য দিয়ে। ব্যস্ত রয়েছেন গানের প্রচার কাজে।