ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘এক্স’ বিক্রি করে দিলেন ইলন মাস্ক(Elon Musk)। রমরমিয়ে চলছিল ইলন মাস্কের ‘এক্স’, তাও কেন বিক্রি করে দিলেন মাস্ক? বছর খানেক আগে কিনে নিয়েছিলেন টুইটার। নাম বদলে এক্স রেখেছিলেন। সেই ‘এক্স’ বিক্রি করে দিলেন মাস্ক। ৩৩ বিলিয়ন অল-স্টক লেনদেনের মাধ্যমে এক্স-এর হাতবদল হয়েছে। ইলন মাস্ক নিজেই শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন। তবে গল্পে টুইস্ট রয়েছে অন্য জায়গায়।
‘এক্স’ বিক্রি করে দিলেন ইলন মাস্ক(Elon Musk)
এক্স বিক্রি তো করে দিলেন ইলন মাস্ক(Elon Musk), কিন্তু কিনল কে? উত্তরটা হল ইলন মাস্কই। ইলন মাস্ক এক্স-কে বিক্রি করে দিয়েছেন তারই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ এক্সএআই (xAI)-র কাছে। তিনি জানিয়েছেন, এই জুটি (সোশ্যাল মিডিয়া ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নতুন নতুন সম্ভাবনার পথ খুলে দেবে। এক্স-র বিপুল ফলোয়ার্স ও এক্সএআই-র আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মিলেই কাজ করবে। ডেটা, মডেল, কম্পিউট, ডিস্ট্রিবিউশন ও ট্যালেন্ট মিলিয়ে কাজ করবে দুই কোম্পানি।
নিজের এক্স হ্যান্ডলে পোস্ট(Elon Musk)
বিষয়টি নিয়ে ইলন মাস্ক(Elon Musk)নিজের এক্স হ্যান্ডলে পোস্টে লেখেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা এক ছাতার তলায় আনার পদক্ষেপ করছি।’ মাস্ক আরও বলেন, ‘আমি এক্সএআই এবং এক্স-এর প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চাই যা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। এটা তো সবে শুরু।’
কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াইয়ে এক্সএআইকে সামনের সারিতে রাখার চেষ্টা করছেন মাস্ক। এক্সএআইয়ের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে এক্স-এর ৬০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী যুক্ত হওয়ায় এআই সম্পর্কিত কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে বলে মনে করছেন ধকুবের মাস্ক।
আরও পড়ুন: Baby Birth On Streets: ভূমিকম্পের জেরে খালি করতে হল হাসপাতাল, রাস্তাতেই জন্ম শিশুর
এই পদক্ষেপের কারণ?
২০২২ সালে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারকে কিনে নেন। বর্তমানে এক্স-র ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি গ্রাহক রয়েছে। এক্স এআই-র মার্কেট ভ্যালু ৮০ বিলিয়ন ডলার। এক্স-র মার্কেট ভ্যালু ৩৩ বিলিয়ন ডলার। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ঘাড়ে ১২ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়াকে এক ছাতার তলায় আনতে চলেছেন ইলন মাস্ক, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।
আরও পড়ুন: Prince William Viral Video: ‘ধুম মাচালে’তে স্বাগত কিং চার্লসকে, সুর পৌঁছালো ভারতেও!