ট্রাইব টিভি বাংলা: রাজস্থানের সিকর জেলার নিম কা থানা শহরে এক (Father Killed Daughters) ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তার পাঁচ মাসের যমজ কন্যাসন্তানকে হত্যা করেছে। অভিযুক্তের নাম অশোক কুমার, যিনি কন্যাসন্তান হওয়ায় তার স্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার পুলিশ অশোককে গ্রেফতার করেছে।
শ্বশুরবাড়িতে অত্যাচার (Father Killed Daughters)
পুলিশ সূত্রে জানা গেছে, অশোকের স্ত্রী অনিতার সঙ্গে তার দীর্ঘদিন ধরে (Father Killed Daughters) অশান্তি চলছিল। স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল, যেন তিনি পুত্রসন্তান জন্ম দেন। গত বছরের ৪ নভেম্বর যখন তিনি দুই কন্যাসন্তান, নিধি এবং নভ্যা, জন্ম দেন, তখন থেকেই শ্বশুরবাড়িতে তাকে গঞ্জনা এবং অত্যাচারের শিকার হতে হয়।
প্রমাণ লোপাটের চেষ্টা (Father Killed Daughters)
বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে এবং অভিযোগ, তখনই অশোক তার দুই কন্যাকে মেঝেতে আছাড় মারে, যার ফলে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এরপর, প্রমাণ লোপাটের চেষ্টা করতে অশোক মৃত কন্যাদের দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন।
আরও পড়ুন: DA Hike: সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল ২ শতাংশ
খুনের অভিযোগ
অশোকের বিরুদ্ধে তার পাঁচ বছর বয়সী আরও এক কন্যাসন্তানকে খুন করার চেষ্টা করারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অশোককে গ্রেফতার করেছে।