ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেলবোর্নের ছায়া এবার বাংলাতেও (Saurav-Darshana)! নেহা কক্করের সাথে ভরা মঞ্চে যা হয়েছিল, সেই একই ঘটনা কি তবে ঘটল টলিপাড়ায় (Tollywood)? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে কেন ক্ষোভ উগরে দিলেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das) ? সাথে ছিলেন তাঁর স্ত্রী দর্শনা বণিকও (Darshana Banik)। মালদাতে (Malda) গিয়েছিলেন অনুষ্ঠান করতে। কিন্তু উল্টে হলেন হেনস্তা। মঞ্চে উঠলেনই না। কারণটা কী? ঠিক কী হয়েছিল তাঁদের সাথে?
ক্ষুব্ধ সৌরভ (Saurav-Darshana)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও (Video ) শেয়ার করেছেন অভিনেতা সৌরভ দাস (Saurav-Darshana)। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি বেশ ক্ষুব্ধ। এর আগেও টলিপাড়ায় একাধিকবার অভিযোগ উঠেছে, যে শিল্পীরা তাদের কাজের সঠিক মূল্যায়ন পান না। বঞ্চিত হন ন্যায্য পারিশ্রমিক থেকে। এবার সেই একই অভিযোগের সুর শোনা গেল অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিকের গলায়।
হেনস্তার শিকার (Saurav-Darshana)
আসলে ঠিক কী হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই ঘটনা ভাগ করে নিলেন টলিউডের এই তারকা জুটি (Saurav-Darshana)। শহরের বাইরে গিয়েছিলেন অনুষ্ঠান করতে। কিন্তু সেখানে হেনস্তার শিকার হয়েছেন, এমনটাই অভিযোগ তাঁদের।
আরও পড়ুন: Khadaan: ১০০ দিন ধরে দেবের লড়াই, তাও আক্ষেপ ভক্তদের! কোন অভিযোগ উঠল?
অধরা প্রাপ্য পারিশ্রমিক
অভিনেতা সৌরভের দাবি, গত শনিবার মালদাতে তাঁদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে সমস্ত কথা হয় মেইলের মাধ্যমে। উদ্যোক্তারা বলেছিলেন, অনুষ্ঠানের দু’দিন আগে সৌরভ এবং দর্শনা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যাবেন। কিন্তু অনুষ্ঠানের দিন চলে এলেও, সেই প্রাপ্য পারিশ্রমিক তাঁরা পাননি। শুধু তাই নয়, যখন অনুষ্ঠানের দিন তাঁরা সেখানে উপস্থিত হলেন, তাঁদের সঙ্গে উদ্যোক্তারা যোগাযোগ করেননি। অভিনেতার দাবি, তাঁরা নিজেরাই নানান ভাবে চেষ্টা করে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন বলা হয়, অনুষ্ঠানে যোগদান করলে পারিশ্রমিক পাবেন।
আট ঘন্টা জার্নি বেকার!
সৌরভ বিষ্ণুপুর থেকে এবং দর্শনা লখনৌ থেকে মালদায় গিয়েছিলেন। সৌরভ আট ঘন্টা জার্নি করে সেখানে পৌঁছান। হোটেলে পৌঁছানোর পরেও কিন্তু তাঁরা পারিশ্রমিক পাননি। এমনকি তাঁদের সঙ্গে অনুষ্ঠানের উদ্যোক্তারা যোগাযোগও করেননি। অপরদিকে দর্শনার বক্তব্য, এছাড়াও আরও অনেক রকমের হেনস্থা হয়েছে। সেসব কথা তিনি আর জানাতে চান না। দু’জনেই স্পষ্ট করে দেন, যে তারা সেই অনুষ্ঠানে আর যোগ দেবেন না। এক্ষেত্রে সাধারণ মানুষ যারা সৌরভ এবং দর্শনাকে দেখবেন বলে অপেক্ষা করছিলেন, তাঁদের কাছে যাতে কোনও ভুল বার্তা না যায়, তাই সৌরভের এই ভিডিও বার্তা। দর্শনার ওখানে আরেকটি অনুষ্ঠান ছিল। সেখানে দর্শনা যোগ দিয়েছেন। কিন্তু সৌরভের বক্তব্য, তার এতটা জার্নি করে যাওয়া পুরোটাই বেকার।