ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood) লড়াকু অভিনেত্রী পৌষমিতা গোস্বামী (Poushmita Goswami)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকে রাই, নীলু এবং স্রোতের মায়ের চরিত্রে। এখানে মায়ের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সোনার সংসার অ্যাওয়ার্ডে প্রিয় মা হয়েছেন তিনি। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে কম ঝড় ঝাপটা নেই। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল একদম অন্য রূপে। মা কালীর সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি।
অভিনেত্রীর বাড়িতে টলি তারকারা (Poushmita Goswami)
গত শনিবার অভিনেত্রী পৌষমিতা (Poushmita Goswami) বাড়িতে মা কালীর আরাধনা করেন। অমাবস্যায় হয়েছে চণ্ডীপাঠ এবং পুজো হয়েছে নবরাত্রিতে। পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রীর বাড়ি উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা। এমনকি দেখা গিয়েছে মিঠিঝোরার নায়ক অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে’কে (Suman Dey)।
পৌষমিতাকে বোঝেন মা কালী (Poushmita Goswami)
অভিনেত্রী (Poushmita Goswami) মনে করেন, মা কালী তাঁর ঘরে এবং মনে থেকে যাবেন। অর্ণব তো পাশে আছেই। কিন্তু স্পর্শের আলাদা একটা অনুভূতি। মাকে তিনি ছুঁতে পারছেন, স্পর্শ করতে পারছেন, সেই অনুভূতি আলাদা। মা চলে যাওয়ার পর ওই জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যায়। একমাত্র মায়ের উপরই তাঁর বলার অধিকার আছে। তাই তো পুজোর দিন মা কালীর কাছে তাঁর অনুরোধ ছিল, ” তুমি অন্তত যেও না মা”। পৌষমিতার কথায় ” আমি ভিতরের মানুষটা কেমন সেটা অন্তত মা বোঝেন।”
আরও পড়ুন: Malaika Arora New Lover: নতুন প্রেমিকের সাথে একই পোশাকে মালাইকা! অর্জুনকে ভুলে কাকে মন দিলেন?
পৌষমিতাকে তৈরি করেছেন মা কালী
এই যে হঠাৎ নতুন বাড়ি হল, তারপরই মা কালীর আরাধনার পরিকল্পনা , একেবারেই পূর্বপরিকল্পিত ভাবে পৌষমিতা করেননি। ২০১৯-২০ সাল থেকেই অভিনেত্রী মা’কে বাড়িতে আনার কথা ভাবছিলেন। কিন্তু কোনও না কোনও কারণে সেই পরিকল্পনা বারংবার পিছিয়ে যায়। পরে অভিনেত্রী বোঝেন, যখন যেটা হওয়ার তখনই সেটা হবে। অভিনেত্রী মনে করেন, যখন তিনি মন থেকে একদম শক্ত হয়েছেন, তখনই মা তাঁর কাছে এসেছেন। যদি তুলোর মতো নরম হতেন, জীবনে কাটাকুটি খেলা থাকত, তাহলে এসব হত না। আসলে মা সেই পটভূমিটা তৈরি করে নেন। অভিনেত্রী মনে করেন, এখন তাঁর যে মানসিক অবস্থা রয়েছে, সেটা মা কালী জানেন। মা কালী অভিনেত্রীকে সেভাবে তৈরি করে নিয়েছেন।
আরও পড়ুন: Salman Khan: নায়িকার সাথে দাদাগিরি, সলমনের ব্যবহারে ক্ষিপ্ত রশ্মিকার ভক্তরা! কেন?
কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী
অভিনেত্রীকে কখনই সেভাবে ভেঙে পড়তে দেখা যায়নি। স্বামী অর্ণবের মৃত্যুর দু’দিনের মধ্যেই কাজে ফিরতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু মা কালীর সামনে রীতিমত অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিনেত্রী মনে করেন, আগের সময়গুলোতে তিনি ছিলেন ‘সামাজিকতার আমি’। আর মায়ের সামনে তিনি ছিলেন একদম ‘নিজস্ব আমি’।