ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের (Jharkhand Rail Accident) সাহিবগঞ্জ জেলার বারহাইটে ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। জানা যাচ্ছে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আর একটি মালগাড়ি। সাহেবগঞ্জ জেলার বারহাইট থানার এলাকার ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেলপথে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার ভোর ৩.০০ নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা যাচ্ছে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত চার জন।
মালগাড়ির ইঞ্জিন দুমড়েমুচড়ে আগুন (Jharkhand Rail Accident)
বারহাইটে লাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। ভোর ৪টে নাগাদ সেই লাইন ধরেই ছুটে আসে ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাওয়া কয়লাবোঝাই আর একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাতে দু’টি মালগাড়ির ইঞ্জিন দুমড়েমুচড়ে যায় (Jharkhand Rail Accident)। আগুন ধরে যায় ইঞ্জিনে। দু’টি মালগাড়ির চালকই মারা গিয়েছেন। একটি দেহ উদ্ধার করা গেলেও, আর একটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল।
রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান আহত (Jharkhand Rail Accident)
রেল দুর্ঘটনায় কয়েক জন রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেলের পদস্থ আধিকারিকেরা। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত ২-৩ দিন ওই লাইনে কোনও মালবাহী ট্রেন চলাচল করবে না। দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন রেলকর্মী এবং একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সমস্ত আহত ব্যক্তিরা বর্তমানে বারহাইট কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Dog sings Hanuman Chalisa: হনুমান চালিশা গাইছে কুকুর, মুগ্ধ নেটদুনিয়া!
যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়েও প্রশ্ন
যেভাবে রেল দুর্ঘটনা বাড়ছে তাতে ট্রেনে যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রিবাহী করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ওই ট্রেনের ২১টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। গত রবিবারই ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে পড়ে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ওই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৭ জন।