ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অর্থবর্ষের শুরুতেই দেশের বিভিন্ন মেট্রোসিটিতে (LPG Price) গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সুখবর পাওয়া গেছে। রাজধানী দিল্লি, বাণিজ্যনগরী মুম্বই, কলকাতা এবং চেন্নাই—সব জায়গাতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে গৃহস্থালী রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি, যা গত ১১ মাস ধরে একই রয়েছে।
নতুন দাম (LPG Price)
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সূত্রে জানা গেছে, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price) দাম এখন ১৭৬২ টাকা, যা ৪১ টাকার পতন ঘটিয়েছে। কলকাতায় দাম ১৮৬৮.৫০ টাকা হয়েছে, যা ৪৪ টাকা ৫০ পয়সা কমেছে। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ১৭১৩.৫০ টাকা, যা ৪২ টাকার কম। চেন্নাইতে দাম ১৯২১.৫০ টাকায় দাঁড়িয়েছে, এখানে ৪৩ টাকা ৫০ পয়সা কমেছে।
গৃহস্থালী গ্যাসের দাম (LPG Price)
এদিকে, বাড়িতে ব্যবহারের জন্য গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের (LPG Price) দামেও কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা, কলকাতায় ৮২৯ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা মূল্য রয়েছে। উল্লেখযোগ্য যে, গত বছর মার্চ মাসে এই সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা পর্যন্ত কমেছিল।
আরও পড়ুন: Salary Increment: এপ্রিল থেকেই বেতন বাড়বে কাদের?

দামের পর্যালোচনা
সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিন গৃহস্থালী এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় পরিবর্তন করে। সম্প্রতি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর মাধ্যমে তারা গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি এনেছে। গত মাসে অর্থাৎ ১ মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল। আন্তর্জাতিক তেলের বাজারে কাঁচা তেলের দামের ওঠানামার প্রভাবেই গ্যাসের দাম পরিবর্তিত হয়।