ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন (Salman Khan) অনুরাগীদের অনেক আশা ছিল। ভেবেছিল, নতুন রূপে বড় পর্দায় কামব্যাক করবেন ভাইজান। কিন্তু সেই আশা কি আদৌ পূরণ হল? ঈদের আনন্দ নাকি কাজেই লাগল না! সিকন্দরের (Sikandar) ক্ষেত্রে কেনই বা প্রেক্ষাগৃহ দেখে কিছুটা হলেও হতাশ সলমন অনুরাগীরা? ঠিক কত টাকার ব্যবসা করল বলিউড ভাইজানের নতুন ছবি? চারিদিকে সিকন্দর নিয়ে চলছে নানান সমালোচনা।
হলমুখী হল না দর্শক! (Salman Khan)
সিকন্দরের মুক্তির জন্য সলমন (Salman Khan) বেছে নিয়েছিলেন ঈদের মতো একটি ভালো দিনকে। কিন্তু যতটা আশা করেছিলেন, ততটা ফল পেল না। ঈদ উদযাপনের আনন্দের মাঝেও কিন্তু ভাইজানের অনুরাগীরা সেভাবে হলমুখী হলেন না। বিগত বেশ কিছু ঈদে সলমনের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। যার প্রথম শুরুটা হয়েছিল ২০১৭ তে।
ওই বছর সলমনের ‘টিউবলাইট’ বক্সঅফিসে সেভাবে লাভ করতে পারেনি। তার ঠিক পাঁচ বছর পর মুক্তি পেল ‘কিসি কা ভাই কিসি কা জান’, সেই ছবিটিও প্রথম দিনে ব্যবসা করেছিল মাত্র ১৫ কোটি টাকা মতো। তারপরের বছর ঈদে সলমনের ছবি দেখা যায়নি। ২০২৫ এ ঈদ মুক্তিতে সিকন্দর ১৫ কোটির থেকে অনেকটা বেশি ব্যবসা করেছে। কিন্তু যতটা আশা করা হয়েছিল ততটা নয়। প্রথম দিনের আয় প্রায় ৫০ কোটি ছাড়িয়েছে, কিন্তু তাও বহু সিনেমা হল ছিল দর্শক শূন্য।
বলিউডের অন্দরে সমালোচনা (Salman Khan)
এসবের জেরেই নাকি সিকন্দরের পরিবর্তে বহু হলে আসতে চলেছে অন্যান্য ছবি (Salman Khan)। স্বাভাবিক ভাবেই বলিউডের অন্দরে সমালোচনার রব তুলেছেন অনেকেই। প্রশ্ন উঠছে, এবার কি তবে অভিনেতার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে? অপরদিকে সলমনের বহু অনুরাগীর দাবি, মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি ফাঁস হয়ে গিয়েছে। বহু দর্শক বাড়ি বসে ছবিটি দেখেছেন। যার কারণে তারা প্রেক্ষাগৃহে ভিড় করেননি।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: প্রকাশ্যে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে! কার মতো দেখতে হল? দেখুন ছবি
ঝুঁকির মধ্যে শুটিং
এই ছবিটি করতে সলমনকে কম কসরত করতে হয়নি। ছবির শুটিং চলাকালীন একের পর এক হুমকির মুখে ছিলেন। তিনি সেসবকে তোয়াক্কা না করেই শুটিং চালিয়ে গিয়েছেন। সোজা কথায়, ঝুঁকির মধ্য দিয়ে তিনি এই ছবির শুটিং করেছিলেন। পাশাপাশি সলমনের থেকে ৩১ বছরের ছোট নায়িকা রশ্মিকা মন্দানাকে (Rashmika Mandanna) নিয়েও তৈরি হয়েছিল নানান বিতর্ক। বহু দর্শক এই জুটিকে মেনে নিতে পারেননি।
আরও পড়ুন: Saurav Das: টলিউড ছেড়ে বলিউডে সৌরভ! কোন ছবিতে এন্ট্রি নিলেন?
শাহরুখের প্রসঙ্গ
যদিও এখনও আশা রয়েছে। কারণ ছবিটি মুক্তি পেয়েছে মাত্র কয়েকদিন হল। আর এ প্রসঙ্গে বারংবার চলে আসছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কথা। কারণ একটা সময় একের পর এক ছবির ব্যর্থতা দেখেছিলেন শাহরুখ। নিজেকে টানা চার বছর অভিনয় থেকে দূরে রেখেছিলেন। তারপরেই পাঠান, জওয়ানের মতো সুপারহিট ছবি নিয়ে তিনি কামব্যাক করেছেন। এই বয়সেও শাহরুখ এখনও অ্যাকশন হিরো।