ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভীষণ উত্তেজিত রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)! কিন্তু তাঁর সিকন্দর ছবি নিয়ে নয়। যখন এক দিকে সিকন্দর (Sikandar) নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক, তখন অপরদিকে বেশ বিন্দাসে আছেন রশ্মিকা। এমনটাই বলছে নেটপাড়ার একাংশ। অভিনেত্রীর মাথায় এখন ঘুরছে অন্য চিন্তা। সিকন্দর নিয়ে তৈরি হওয়া বিতর্কের আঁচ নাকি তাঁর জীবনে পড়েনি। কিন্তু কী নিয়ে এত উত্তেজিত তিনি?
রশ্মিকার উপলব্ধি (Rashmika Mandanna)
এপ্রিল মাস অভিনেত্রীর জন্মদিনের (Birthday) মাস। আর এই জন্মদিনের মাসেই নতুন উপলব্ধি রশ্মিকার (Rashmika Mandanna)। এই বিষয়ে মনের কথা লিখে ফেললেন অভিনেত্রী। বয়স বাড়ার সাথে সাথে মানুষের যে উপলব্ধি হয়, সেই পথে হাঁটলেন না। তিনি হাঁটলেন একটু উল্টো পথে।
কী লিখলেন অভিনেত্রী? (Rashmika Mandanna)
অভিনেত্রীর বক্তব্য, বয়স বাড়ার সাথে সাথে মানুষের জন্মদিন উদযাপন নিয়ে উপলব্ধি বদলে যায়। মানুষও বদলে যায়। কিন্তু তাঁর মধ্যে সেরকম কোনও প্রভাব পড়েনি। তিনি নিজেকে নিয়ে ভীষণ খুশি। লেখেন, “এটা আমার জন্মদিনের মাস। আমি খুবই উত্তেজিত। আমি শুনেছি যে বয়স যত বাড়ে জন্মদিন উদযাপনের আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। বরং বয়স যত বেড়েছে, জন্মদিন উদযাপনে ততই বেশি উদগ্রীব হয়ে উঠেছি। বিশ্বাসই হচ্ছে না যে, ২৯ শে পা দিয়েছি। আমি সুস্থ সুখী নিরাপদে একটা গোটা বছর কাটিয়ে দিলাম। জন্মদিন উদযাপনের জন্য এটাই যথেষ্ট কারণ।”

আরও পড়ুন: Shah Rukh Khan: খারাপ সময়ের ছবি তুলতেই অভিমানে কিং খান, মহাচিন্তায় ছবি শিকারিরা!
ভাগ্য ভালো যাচ্ছে রশ্মিকার
সম্প্রতি বলা হচ্ছে, রশ্মিকা মন্দানার ভাগ্য বেশ ভালো যাচ্ছে। এখনও তিনি ৩০ বছরে পা দেননি। তার আগেই একের পর এক সুপারস্টারের সঙ্গে কাজ করে ফেলেছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড, রীতিমত বাজিমাত করছেন তাঁর অভিনয় গুণে। খুব অল্প সময়েই তাঁর কেরিয়ারের ঝুলিতে রয়েছে একের পর এক সফল ছবি। রণবীর কাপুর, আল্লু আর্জুন, ভিকি কৌশল থেকে শুরু করে সলমন খান। প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করা মুখের কথা নয়। দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে অভিনেত্রীর পারিশ্রমিক।
আরও পড়ুন: Killbill Society: ভাইরাল অন্তরঙ্গ মুহূর্ত, চরম সিদ্ধান্ত কৌশানির! কী করতে চলেছেন অভিনেত্রী?

বিতর্ক থেকে দূরে
আগামী ৫ এপ্রিল অভিনেত্রীর জন্মদিন। ২৯ বছরে পা দেবেন তিনি। আর জন্মদিনের মাস পড়তে না পড়তেই সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেছেন তাঁর উপলব্ধির কথা। সিকন্দর ছবিতে তাঁকে দেখা গিয়েছে সলমনের বিপরীতে। অনুরাগীরা যতটা আশা করেছিলেন, বক্স অফিসে কিন্তু ছবিটা এখনও ততটা লাভ করতে পারেনি। তার উপর একের পর এক বিতর্ক জুড়েছে সিকন্দরের সাথে। এমনকি সলমনের সঙ্গে রশ্মিকার বয়সের ফারাক নিয়েও উঠেছে সমালোচনার ঝড়। তবে সমস্ত বিতর্ক থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে অভিনেত্রী কোনও মন্তব্য করেননি।