ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শনাকে বিয়ে করতেই বদলে গিয়েছে সৌরভের জীবন (Saurav Das)। পুরোদস্তুর ফ্যামিলি ম্যান হয়ে গিয়েছেন তিনি। টলিউডে দেখতে দেখতে সৌরভ পার করলেন প্রায় ১০ বছর। টলি ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন দেখেছেন। চিনেছেন প্রচুর মানুষ। শুটিং শেষ হতেই বাড়ি ফিরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করেন অভিনেতা। কারণটা কী? তাঁর কাছে বন্ধুত্বের থেকেও এখন গুরুত্বপূর্ণ পরিবার। তবে কি সৌরভ স্ত্রী দর্শনাকে ভয় পান? নিজের জীবনের বহু কথা শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
শুটিং শেষে বাড়ির প্রতি টান (Saurav Das)
বর্তমানে টলিউডের পাওয়ার কাপল বলা হয় সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিককে (Darshana Banik)। গাঁটছড়া বেঁধেছিলেন ২০২৩ এর ডিসেম্বরে। দু’জনেই এখন ব্যস্ত একাধিক কাজ নিয়ে। বিয়ের পর কতটা বদলালো অভিনেতার জীবন? সৌরভের কথায়, “বাড়িতে বউ আছে। সেটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করে।” শুটিং সেটে স্বাভাবিক ভাবেই এই কথাটা অভিনেতার মাথায় চলে আসে।
ফ্যামিলি ম্যান সৌরভ (Saurav Das)
অভিনেতার (Saurav Das) কথায়, “আগে যখন কোনও বন্ধুর বাড়িতে যেতাম কিংবা পার্টি করতাম বা বন্ধুদের সঙ্গে নিছক আড্ডা দিতাম, সেটা এখনও আছে। কিন্তু শুটিং হয়ে গেলেই বাড়ি ফিরতে হবে, এই কথাটা মাথার মধ্যে কাজ করে। বিষয়টা বউয়ের ভয়ে কিংবা বউ চায় বলে নয়। বিষয়টা নিজের মধ্যে স্বেচ্ছায় এসেছে।” সৌরভ কি এখন পুরোপুরি ফ্যামিলি ম্যান? অভিনেতা অকপটে স্বীকার করেছেন, “হ্যাঁ, আমি এখন একেবারেই ফ্যামিলি ম্যান।”
আরও পড়ুন: Rashmika Mandanna: সিকন্দর বিতর্কে হুঁশ নেই রশ্মিকার! উত্তেজিত হতেই ফাঁস মনের কথা
ইন্ডাস্ট্রিতে ১০ বছর
টলিপাড়ার অন্দরে শোনা যায়, সৌরভ দাস নাকি এখন বিতর্কিত কথায় একটু লাগাম দিয়েছেন? এটা কি স্ত্রীর চাপে? নাকি অভিজ্ঞতার কারণে? অভিনেতার কথায় , “এমনটা একেবারেই নয়। আমি এখন আরও বেশি বিতর্কিত হয়ে গিয়েছি। এখন কিছু বলতে সেভাবে মুখে আটকায় না বা অসুবিধা হয় না। সেক্ষেত্রে কে কি ভাবছে, কে কি বলছে ম্যাটার করে না। আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। দশ বছরের উপর হয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রিতে কি চলছে, আর কি চলছে না সেটা বোঝার জন্য এইটুকু সময় যথেষ্ট। তুমি যত তাড়াতাড়ি বিষয়টা বুঝে যাবে, তত তোমার ভালো।”
আরও পড়ুন: Shah Rukh Khan: খারাপ সময়ের ছবি তুলতেই অভিমানে কিং খান, মহাচিন্তায় ছবি শিকারিরা!
পরিবারকে গুরুত্ব
এই দশ বছরে বাংলার দর্শক যেমন সৌরভ দাসকে দেখেছে, তেমনই দেখা গিয়েছে সৌরভ দাসের জীবনের অনেক পরিবর্তন। এমনকি সৌরভের বন্ধুও পরিবর্তন হয়েছে। সময়ের স্রোত যাকে বলে। এই যে এত পরিবর্তন, সৌরভ কি নিজে থেকেই পরিবর্তনগুলো জীবনে এনেছেন? নাকি কোথাও গিয়ে বাধ্য হয়েছেন? এক সময়ের কাছের বন্ধুদেরও সৌরভের সঙ্গে এখন আর দেখা যায় না। কথাও সেভাবে হয় না। এ বিষয়ে অভিনেতার বক্তব্য, “সেই বন্ধুরা এখনও আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে, দিন শেষে পরিবার ছাড়া কেউ কারোর নয়।”