ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপুজো (Basanti Puja 2025)। বাসন্তীপুজোই হল আমাদের আদি প্রথম দুর্গাপুজো। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পুজো করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। চলুন জেনে নিই এই বছর পুজোর তিথির সময় সূচি।
ষষ্ঠী তিথি (Basanti Puja 2025)
বাসন্তী পুজোর (Basanti Puja 2025) ষষ্ঠী তিথি শুরু হচ্ছে, ১৯ চৈত্র, বুধবার। সেদিন ইংরেজি ২ র এপ্রিল পড়ছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে রাত ১১ টা ৫১ মিনিট থেকে। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ২০ চৈত্র বৃহস্পতিবার, ৩ এপ্রিল। সেদিন রাত ৯ টা ৪২ মিনিটে তিথি শেষ হচ্ছে।
সপ্তমী তিথি (Basanti Puja 2025)
বাসন্তী পুজোর সপ্তমী তিথি বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০ চৈত্র শুরু হচ্ছে। সেদিন রাত ৯ টা ৪৩ মিনিটে তিথি শুরু। সপ্তমী তিথি শেষ হবে, বাংলা ২১ চৈত্র, শুক্রবার, ইংরেজি ৪ এপ্রিল। ৪ এপ্রিল রাত ৮টা ১৩ মিনিটে শেষ হবে তিথি।
নবপত্রিকা স্নানের সময়সূচি
পঞ্জিকা অনুসারে সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ৩৫ মিনিটের মধ্যে শ্রীশ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমাদি কল্পারম্ভ। এরসঙ্গে দেবীর সপ্তমী বিহিত পুজো শেষ।
আরও পড়ুন: Basanti Puja 2025: জেনে নিন এই বছর বাসন্তী পুজোর কোন দিন কী তিথি
অষ্টমী তিথি
অষ্টমী তিথি শুরু হচ্ছে, ২১ চৈত্র, শুক্রবার। সেদিন ইংরেজি ৪ এপ্রিল পড়ছে। ৪ এপ্রিল রাত ৮ টা ১৪ মিনিটে পড়ছে বাসন্তী পুজোর অষ্টমী তিথি। অষ্টমী তিথি শেষ হচ্ছে, ২২ চৈত্র শনিবার। সেদিন ইংরেজি ৫ এপ্রিল পড়ছে। সেদিন সন্ধ্যা ৭ টা ২৭ মিনিটে তিথি শেষ। পঞ্জিকা অনুসারে, বারবেলানুরোধে সকাল ৭টা ২ মিনিট গতে ৯টা ৩৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমীর পূজা করতে হবে।
সন্ধিপুজো তিথি
৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩ মিনিট গতে সন্ধিপূজা আরম্ভ। সেদিন সন্ধ্যা ৭টা ২৭ মিনিট গতে বলিদান। এরপর সন্ধ্যা ৭টা ৫১ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপ্তির তিথি রয়েছে পঞ্জিকা মতে।
আরও পড়ুন: Basanti Puja: এ বছর বাসন্তী পুজো কবে? জেনে নিন দেবী আসছেন কোন বাহনে
নবমী তিথি
২২ চৈত্র ৫ এপ্রিল, শনিবার ইংরেজি ৫ এপ্রিল নবমী তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ৭ টা ২৮ মিনিটে। নবমী তিথি শেষ হচ্ছে, বাংলা ২৩ চৈত্র, ৬ এপ্রিল। সেদিন রবিবার। ৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে তিথি শেষ।
দশমী তিথি
২০২৫ সালের বাসন্তী পুজোর দশমী তিথি ২৩ চৈত্র, ৬ এপ্রিল রবিবার রয়েছে। তিথি শুরু রবিবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে। আর তিথি শেষ সোমবার ৭ এপ্রিল, ২৪ চৈত্রতে। সেদিন সোমবার রাত ৮ টা ১ মিনিটে তিথি শেষ। পঞ্জিকা বলছে, সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ১ মিনিটের মধ্যে পুনরায় ৮টা ৩৩ মিনিট গতে ৯টা ৩৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী বাসন্তী দেবীর দশমীর পুজো সমাপ্তি ও বিসর্জন।