ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন (Waqf Bill in Rajya Sabha)। তিনি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলিকে এই বিলকে সমর্থন করার আবেদন জানান।
ওয়াকফ সম্পত্তি থেকে বিপুল আয় (Waqf Bill in Rajya Sabha)
বিলটি রাজ্যসভায় পেশ করার পর কিরেন রিজিজু বলেন, “বর্তমানে দেশে ৮.৭২ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে… ২০০৬ সালে সাচার কমিটি ৪.৯ লাখ ওয়াকফ সম্পত্তি থেকে বার্ষিক আয় ১২,০০০ কোটি টাকা অনুমান করেছিল (Waqf Bill in Rajya Sabha)। তাহলে এখন এই সম্পত্তিগুলি থেকে কত আয় হয়, তা সহজেই বোঝা যায়।”
রাজ্যসভায় সংখ্যার হিসাব (Waqf Bill in Rajya Sabha)
রাজ্যসভায় এনডিএ-র মোট ১২৫ জন সাংসদ রয়েছেন (Waqf Bill in Rajya Sabha)। এর মধ্যে বিজেপির ৯৮ জন সাংসদ। তাদের শরিক দল জেডিইউ-র ৪ জন, অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র ৩ জন, টিডিপি-র ২ জন এবং একনাথ শিন্ডের শিবসেনা ও রাষ্ট্রীয় লোক দল (RLD)-এর ১ জন করে সাংসদ রয়েছেন। এছাড়া, ৬ জন মনোনীত সাংসদ ও অসম গণ পরিষদসহ একাধিক ছোট দল এনডিএ-কে সমর্থন করতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া ব্লক-এর ৮৮ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে কংগ্রেসের ২৭ জন এবং তৃণমূল কংগ্রেসের ১৩ জন।
আরও পড়ুন: Traffic Law: ট্রাফিক চালান দেননি? বাতিল হতে পারে লাইসেন্স!
নবীন পট্টনায়কের বিজু জনতা দল (BJD), যারা ইন্ডিয়া ব্লকের অংশ নয়, তাদের ৭ জন সাংসদ রয়েছেন। তারা এই বিলের পক্ষে না বিপক্ষে ভোট দেবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে।
লোকসভায় দীর্ঘ আলোচনার পর পাশ হল বিল
বুধবার লোকসভায় বিলটি পেশ করা হয়েছিল। টানা ১২ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর এটি পাশ হয়।
আরও পড়ুন: Petrol Diesel Price: বাড়ল পেট্রোলের দাম, কোন শহরে কত?
লোকসভায় বিল নিয়ে বিতর্ক
লোকসভায় মধ্যরাতের পরও আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত ২৮৮ জন সাংসদ বিলের পক্ষে ভোট দেন, আর ২৩২ জন সাংসদ এর বিপক্ষে ভোট দেন।
বিলটি সংশোধন করে নতুনভাবে আনা হয়েছে। যৌথ সংসদীয় কমিটি (JPC) গত বছর আগস্টে পেশ হওয়া বিলটি খতিয়ে দেখার পর কিছু সুপারিশ করেছিল, যা এই সংশোধিত বিলে যুক্ত করা হয়েছে।