ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহেই অনিন্দিতা-সুদীপের ঘর আলো করে এসেছে ছোট্ট রানী (Sudip Sarkar)। টলি পাড়ার জনপ্রিয় জুটি বলা হয় অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) এবং সুদীপ সরকারকে (Sudip Sarkar)। দু’জনেই ছোট পর্দার জনপ্রিয় মুখ। সামনেই পয়লা বৈশাখ। মেয়েকে নিয়ে নতুন বছর বরণের কোন পরিকল্পনা করেছেন তাঁরা? একদিকে শুটিংয়ের চাপ, অপরদিকে ছোট্ট খুদেকে সামলানো, দুই দিক কীভাবে ব্যালেন্স করছেন অভিনেতা সুদীপ? সে কথাই শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
শুটিংয়ের মাঝে ক্লান্ত অভিনেতা (Sudip Sarkar)
সুদীপকে (Sudip Sarkar) এখন প্রায় সারা রাত জাগতে হচ্ছে। তারপর টানা শুটিং। শুটিংয়ের মাঝেই অভিনেতা মাঝেমধ্যেই ঝিমিয়ে পড়েন। ভীষণ ক্লান্ত লাগে। ট্রাইব টিভিকে অভিনেতা জানিয়েছেন, এই জার্নি তিনি উপভোগ করছেন। আসলে পৃথিবীর সেরা অনুভূতি গুলোর মধ্যে অন্যতম, বাবা হওয়ার অনুভূতি। সেই অনুভূতির প্রতি মুহূর্ত উপভোগ করতে চাইছেন তিনি।
পয়লা বৈশাখ উদযাপন (Sudip Sarkar)
অপরদিকে অভিনেত্রী অনিন্দিতা এখনও কাজে ফেরেননি। মেয়ে খুব ছোট। অভিনেত্রী কবে কাজে ফিরবেন আপাতত সুদীপ (Sudip Sarkar) বলতে পারছেন না। তবে মেয়েকে নিয়ে এখন বেশ ভালো সময় কাটাচ্ছেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি। তার উপর সামনেই পয়লা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। এবছর নতুন সদস্যকে নিয়ে প্রথম পয়লা বৈশাখ, স্বাভাবিক ভাবেই সময়টা ভীষণ স্পেশাল অনিন্দিতা এবং সুদীপের কাছে। তাই বিষয়টা নিয়ে দু’জনেই খুব খুশি। অনিন্দিতা ইতিমধ্যেই অনলাইনে শপিং করা শুরু করে দিয়েছেন। বাড়িতে যে আত্মীয়রা আসছেন, তাদের হাতে এখন থাকছে খুদের জন্য নতুন নতুন উপহার। আপাতত বাড়ির ছোট সদস্যর জন্য সেভাবে শপিং করতে হচ্ছে না। যদিও ছোট সদস্যের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে নতুন কিছু কেনার ইচ্ছা আছে।
আরও পড়ুন: Saurav Das: দর্শনাকে ভয়! শুটিং শেষে তড়িঘড়ি কোথায় যান সৌরভ?
সামনে নতুন চ্যালেঞ্জ
অভিনেতা সুদীপের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। এমনটাই মনে করছেন তিনি। কারণ একদিকে ছোট্ট শিশুকে সামলানো, তার উপর ক্যামেরার সামনে এসে নেগেটিভ চরিত্রে অভিনয় করা। বিষয়টা একেবারেই মুখের কথা নয়। একটা নতুন জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন সুদীপ। বিষয়টা তাঁর কাছে বড় চ্যালেঞ্জের। তবে আশা করেন, এই চ্যালেঞ্জে তিনি জিতবেন। আর সেটাই কিন্তু হচ্ছে।
আরও পড়ুন: Rashmika Mandanna: সিকন্দর বিতর্কে হুঁশ নেই রশ্মিকার! উত্তেজিত হতেই ফাঁস মনের কথা
নেগেটিভ চরিত্রে সুদীপের অভিনয়
ইতিমধ্যেই ফুলকি (Phulki) ধারাবাহিক আবারও সেরা টিআরপি তালিকায় সেরা পাঁচে চলে এসেছে। পর্দায় নেগেটিভ চরিত্রে সুদীপের অভিনয় এই ধারাবাহিকের গল্পকে যে আরও টানটান করেছে, তা বলাই বাহুল্য। তাছাড়া পজেটিভ চরিত্রের তুলনায় নেগেটিভ চরিত্রের অভিনয় করা একটু বেশি চ্যালেঞ্জিং। একথা শিল্পীরা সবাই জানে। সেই চ্যালেঞ্জ অভিনেতা সাদরে গ্রহণ করেছেন।