ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার গভীর রাতে লোকসভা ওয়াকফ সংশোধনী বিলটি পাস করে (Sonia Gandhi), যার ফলে শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সোনিয়া গান্ধীর মন্তব্য নিয়ে বিতর্ক (Sonia Gandhi)
ওয়াকফ বিল নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ক্ষমা চাওয়ার দাবি জানাল বিজেপি। সোনিয়া গান্ধী এই বিলকে “সংবিধানের ওপর নির্মম আঘাত” বলে অভিহিত করেন এবং বিজেপির বিরুদ্ধে সমাজকে চিরকালীন বিভাজনে রাখার অভিযোগ তোলেন। বৃহস্পতিবার রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস হয়। এরপর শাসক ও বিরোধী শিবির উভয় পক্ষের তরফেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
“বিলকে লোকসভায় জোর করে চাপানো হয়েছে” – সোনিয়া গান্ধী (Sonia Gandhi)
শুক্রবার সংসদের সংবিধান সদনে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) বলেন, লোকসভায় এই বিলকে “বুলডোজ” করা হয়েছে। তিনি “এক দেশ, এক নির্বাচন” বিলকেও সংবিধান-বিরোধী বলে কড়া সমালোচনা করেন এবং বলেন, কংগ্রেস এই বিলের বিরুদ্ধে জোরালো লড়াই চালিয়ে যাবে।
তিনি আরও অভিযোগ করেন, “শিক্ষা, নাগরিক অধিকার, নির্বাচনের প্রক্রিয়া— সবকিছুকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মোদি সরকার। সংবিধান শুধু কাগজে লেখা আইনে পরিণত হতে চলেছে।” তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভারতকে “নজরদারির রাষ্ট্র” বানানোর চেষ্টারও অভিযোগ তোলেন।
আরও পড়ুন: Madhya Pradesh Incident: কুয়োয় পড়ে গেল যুবক, বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৭ জনের
সংসদে বিতর্ক, লোকসভায় উত্তেজনা
বিল পাস হওয়ার পর রাজ্যসভায় তীব্র বিতর্ক হয়। বিরোধীরা বিলটিকে সংবিধান-বিরোধী এবং সংখ্যালঘুদের স্বার্থের পরিপন্থী বলে দাবি করে। অন্যদিকে, সরকার এই বিলকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি “ঐতিহাসিক সংস্কার” বলে ব্যাখ্যা করে। লোকসভায় ১২ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর বিলটি পাস হয়। বিরোধীদের আনা সংশোধনী প্রস্তাবগুলি কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। বিলের পক্ষে ২৮৮ ভোট ও বিপক্ষে ২৩২ ভোট পড়ে। এরপর রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে বিলটি পাশ হয়।
আরও পড়ুন: Waqf Amendment Bill: ওয়াকফ বিল পাশ হতেই মোদীর পোস্ট, জানালেন শুভেচ্ছা
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির
সোনিয়া গান্ধীর বক্তব্যের পর বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে-সহ অন্যান্যরা তাঁর ক্ষমা চাওয়ার দাবি তোলেন। তাঁদের অভিযোগ, সোনিয়া গান্ধী বিজেপিকে “দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার” অভিযোগ করেছেন এবং তা ভারতের সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। এর ফলে শুক্রবার সকালে লোকসভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিজেপি সাংসদরা “সোনিয়া গান্ধী, মাফি মাঙ্গো” (সোনিয়া গান্ধী, ক্ষমা চাও) বলে স্লোগান দেন। অন্যদিকে, বিরোধী পক্ষ মার্কিন শুল্ক নীতির বিষয়ে সরকারের জবাবদিহি দাবি করে।
সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে কংগ্রেস
কংগ্রেস ঘোষণা করেছে যে তারা ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় জানান, কংগ্রেস খুব শীঘ্রই এই বিলকে আদালতে নিয়ে যাবে। তিনি লেখেন, “আমরা আত্মবিশ্বাসী, এবং মোদি সরকারের সব আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”