ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চৈত্র শুক্লা নবমী (Ram Navami Astro) তিথিতে পালিত হয় রাম নবমী। এই বছর রবিবার, ৬ এপ্রিল পালিত হবে রাম নবমী। মনে করা হয়, এই দিনেই জন্ম হয়েছিল শ্রীরামচন্দ্রের। রাম নবমীতে গ্রহ-নক্ষত্রের বিশেষ যোগ থাকছে। এ দিন পুষ্য নক্ষত্র ও রবিবার পড়ায় থাকছে অত্যন্ত শুভ রবিপুষ্য যোগ। পাশাপাশি এ দিন থাকবে সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবও। তার সঙ্গে আগামিকাল চাঁদ থাকবে কর্কট রাশিতে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে দুপুরবেলা কর্কট লগ্ন ও পুনর্বাসু নক্ষত্রে রামচন্দ্রের জন্ম হয়েছিল বলে রামচরিত মানসে উল্লেখ রয়েছে। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে এই বিরল যোগের কারণে শ্রীরামের আশীর্বাদে ভাগ্য ফিরবে তিন রাশির জাতকদের।
কর্কট রাশি (Ram Navami Astro)
রাম নবমীর (Ram Navami Astro) শুভ যোগ বিশেষ লাভজনক হতে চলেছে কর্কট রাশির জন্য। এই সময় নতুন কোনও কাজ শুরু করতে পারেন আপনি। দীর্ঘদিনের পাওনা টাকা এ বার পেয়ে যাবেন। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় বড় আর্থিক উন্নতি করার যোগ আছে। জমিজমা সংক্রান্ত বিষয়ে আর্থিক লাভ হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় নতুন চাকরি পেতে পারেন।

ধনু রাশি (Ram Navami Astro)
রাম নবমী (Ram Navami Astro) থেকে শ্রীরামের কৃপায় সুখ ও সমৃদ্ধি বাড়বে ধনু রাশির জাতকদের। এই সময় আপনি কেরিয়ারে উন্নতি করার একাধিক সুযোগ পাবেন। আর্থিক অবস্থা বেশ মজবুত হবে। সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। আয় বাড়বে এবং পরিবারে খুশির পরিবেশ থাকবে। দাম্পত্য জীবনেও প্রেম গাঢ় হবে। আরও ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: Ram Navami Vastu Tips: রাম নবমীর দিন বাড়িতে কোন জিনিস নিয়ে আসা শুভ বলছে বাস্তু শাস্ত্র?
মেষ রাশি
রাম নবমীর পূণ্যতিথি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। এই সময় আপনি জীবনে বড় আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। চাকরিতে পদোন্নতির পাশাপাশি ব্যবসাতেও বিশেষ লাভ হতে চলেছে। উপার্জনের একাধিক পথ খুলে যাবে আপনার সামনে। নিজের সম্পদের পরিমাণ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন মেষ রাশির জাতকরা। বাবা-মায়ের আশীর্বাদ থাকবে আপনার উপর। বড় ভাইয়ের থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন।
