ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মমতার সঙ্গে বৈঠকের আগে চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর। চাকরিহারাদের দু’পক্ষ সেখানে মুখোমুখি হয়েছে। একদলের কাছে বৈঠকের ‘পাস’ আছে (Mamata Banerjee Teachers Meeting)। যাঁরা পাস পাননি সোমবার সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান। চাকরিহারা প্রার্থীদের দু’পক্ষের বচসার মাঝে পরিস্থিতি সামাল দিতে মরিয়া চেষ্টা করছে পুলিশ।
‘যোগ্য-অযোগ্য’ বিবাদে বৈঠকের আগেই ‘অশান্তি পরিস্থিতি’ (Mamata Banerjee Teachers Meeting)
কে যোগ্য, কে অযোগ্য? মমতার বৈঠকে প্রবেশ নিয়ে সংঘাত চাকরিহারাদের মধ্যেই। সোমবার বৈঠকের আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জড়ো হলেন ‘চিহ্নিত অযোগ্যরা’। আর তাতেই ক্ষোভ চড়ল ‘যোগ্য’ চাকরিহারাদের মধ্যে, তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি। দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা (Mamata Banerjee Teachers Meeting)। যাদের কাছে পাস আছে তাদের দাবি, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না। এ ছাড়া, অপর পক্ষ রাতভর নেতাজি ইন্ডোরের সামনেই জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ কোথা থেকে এল, তার বৈধতা কী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।

যোগ্য বনাম অযোগ্য লড়াইয়ে উত্তপ্ত শহর। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন (Mamata Banerjee Teachers Meeting)। গার্ডওয়াল দিয়ে নেতাজি ইন্ডোরের প্রবেশপথ ঘিরে দেওয়া হয়। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেই নেতাজি ইন্ডোরে পৌঁছলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ বাহিনী।
বাবুঘাট, শহিদ মিনার, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম শহরের সর্বত্র ছবিটা একই। গতকাল রাত থেকেই পারদ চড়েছে চাকরিহারাদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তার আগেই চাকরিহারাদের অন্দরে সংঘাতের আবহ। ভোর তিনটে থেকে তারা দাঁড়িয়ে রয়েছে ইন্ডোর স্টেডিয়ামের সামনে (Mamata Banerjee Teachers Meeting)। দুপুরে বৈঠক। তার আগেই পাস-বিতর্কে যোগ্য বনাম অযোগ্যের ‘লড়াই’। দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন চাকরিহারা।

আরও পড়ুন: SSC Recruitment Case: যোগ্যতা নিয়ে জটিলতা, জবাব দিলেন ব্রাত্য
বেলা বাড়ছে। বাড়ছে রোদের তেজ। নেতাজি ইন্ডোরের সামনে চাকরিহারাদের লম্বা লাইন। এখনও বহু মানুষ দাঁড়িয়ে। লাইন চলে গিয়েছে বাবুঘাট পর্যন্ত। মমতার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আশায় লাইন করে দাঁড়িয়েছেন তাঁরা। যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদেরই লাইন করানো হয়েছে। ধীরে ধীরে ‘পাস’ দেখে তাঁদের নেতাজি ইন্ডোরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে (Mamata Banerjee Teachers Meeting)। নেতাজি ইন্ডোরের সামনে কড়া পুলিশি প্রহরা রয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাফ। রয়েছে কাঁদানে গ্যাস। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।