ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান সত্ত্বেও (SSC Panel Cancel) চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অস্থিরতা চলছেই। শহিদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে আরও একটি রাত কাটালেন তাঁরা, এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় তারা আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকারের অবস্থান ও তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো স্পষ্ট দিশা না মেলায় হতাশা ক্রমেই বাড়ছে।
যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ন্যায্য অধিকার চাই (SSC Panel Cancel)
এক চাকরিহারা শিক্ষক বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিছু নির্দিষ্ট দাবি নিয়ে, কিন্তু আমরা (SSC Panel Cancel) দিশেহারা। তাঁর বক্তব্যে কোনো সঠিক দিশা দেখিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, যোগ্যদের বাঁচাতে হবে, কিন্তু কীভাবে তা হবে, সে সম্পর্কে কিছু বলা হয়নি। বারবার তিনি বলেন, যোগ্যরা চাকরি পাবেন এবং টার্মিনেট করা হবে না। কিন্তু পরবর্তীতে যদি সুপ্রিম কোর্টে কিছু নেতিবাচক ঘটে, তখন তিনি ব্যবস্থা নেবেন। আমরা জানি না, তার মানে কী? দুই মাসের মধ্যে আমাদের পোষানো হবে? আমরা তো পোষানোর জন্য অপেক্ষা করছি না। আমরা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ন্যায্য অধিকার চাই।”
সবই দুর্নীতিতে জড়িত (SSC Panel Cancel)
তিনি আরও জানান, “মুখ্যমন্ত্রী বলেছেন, প্রথমে যোগ্যদের নিয়ে ভাববেন, পরে অযোগ্যদের (SSC Panel Cancel) নিয়ে। কিন্তু এটা কি মুখ্যমন্ত্রী হওয়ার কথা? দুর্নীতি নিয়ে যে আলোচনা চলছে, সেখান থেকে কেন তিনি অযোগ্যদের পক্ষ নেবেন? রাজ্য সরকারের দুর্নীতি আজ আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে। শিক্ষা দফতর, এসএসসি—সবই দুর্নীতিতে জড়িত। আজ আমাদের ভুগতে হচ্ছে।”
আরও পড়ুন: SSC 2016 Panel Cancel: সঙ্কটজনক অবস্থায় স্কুলের পাশে অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক
মানতেই হবে দাবি
তাঁর দাবি, “আমাদের কয়েকটি দাবি রয়েছে, যা মানতেই হবে। আমরা চরমপন্থী আন্দোলনে যেতে বাধ্য হব। প্রথমত, ‘মিরর ইমেজ’ কোথায় লুকিয়ে রেখেছে, তা খুঁজে বের করতে হবে। সেটি আমাদের বাঁচাতে পারে। দ্বিতীয়ত, যোগ্য ও অযোগ্যদের লিস্ট আলাদা করে সার্টিফাই করুক এসএসসি। সুপ্রিম কোর্টের দায়িত্ব নয়। এটা এসএসসির কাজ, যা ওয়েবসাইট ও সংবাদপত্রে প্রকাশিত হতে হবে। তৃতীয়ত, আমরা আর কোনও পরীক্ষায় অংশগ্রহণ করব না, কারণ এটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের ভলান্টারি সার্ভিস দেওয়াও অসম্মানজনক। আমরা চাই, আমাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া হোক।”