ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাত বছর পর আবার মারণ রোগে আক্রান্ত আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) স্ত্রী (Tahira Kashyap)। কী লিখলেন তিনি? আবারও শুরু হল নতুন লড়াই। দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হলেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। শুনে ভীষণ মন ভেঙেছে অনুরাগীদের। তবে তাহিরা ভেঙে পড়ার পাত্রী নন। এর আগেও তাঁকে লড়াই করতে দেখা গিয়েছিল। এবারেও তিনি হাল ছাড়েননি। বরং বড় বার্তা দিলেন তিনি।
দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত (Tahira Kashyap)
সময়টা ২০১৮ সাল, তখন ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। কেমোর পর ইনস্টাগ্রামে একটি ছবি তিনি পোস্ট করেছিলেন। যেখানে স্পষ্ট বোঝা গিয়েছিল যে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তারপর কিছু বছর সেই লড়াই চলে। একটা সময় তাহিরা অনুরাগীদের জানান, তিনি সুস্থ হয়ে গিয়েছেন। মাঝে সময়টা বেশ ভালই কাটছিল। তাহিরা ছবি পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু আবারও শোনা গেল খারাপ খবর। তাহিরা নতুন করে আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
তাহিরার পোস্ট (Tahira Kashyap)
৭ এপ্রিল সোমবার তাহিরা (Tahira Kashyap) ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানেই লেখেন, “৭ বছর নিয়মিত স্ক্রিনিংয়ের পর আমি পরবর্তীতে বুঝতে পারি, নিয়মিত ম্যামোগ্রাম করানোর প্রয়োজন। আমি সকলকে এই একই পরামর্শ দিতে চাই। আমার জন্য দ্বিতীয় রাউন্ড, এখনও আমি প্রস্তুত আছি।”
আরও পড়ুন: Kamra Reply BookMyShow: বুকমাইশো-র বিরুদ্ধে খোলা চিঠি কুণাল কামরার, চাইলেন দর্শকদের যোগাযোগের তথ্য
নিজেদের যত্ন নেওয়ার আহ্বান
ওই পোস্টের ক্যাপশনে তাহিরা লেখেন, “যখন জীবন তোমাকে লেবু দেবে, তখন লেবুর শরবত তৈরি করো । আসলে জীবন যখন উদার হয়ে তোমার দিকে কিছু ছুঁড়ে দেয়, তখন তাড়াহুড়ো কোরো না। শান্তভাবে সেই লেবুর রস তোমার প্রিয় কালা খাট্টা শরবতে দাও। তারপর খুশি হয়ে তাতে চুমুক দাও। কারণ প্রথম বার যদি তুমি ভালোভাবে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো যে তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।” তারপর তাহিরা বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘ব্রেস্ট ক্যান্সার’, ‘ম্যামোগ্রাম’, ‘নিয়মিত স্ক্রিনিং’ এই কথাগুলি। আরও লেখেন, “আজ স্বাস্থ্য দিবস, আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।”
চিন্তিত অনুরাগীরা
তাহিরার এহেন পোস্টে চিন্তিত অনুরাগীরা। অনেকেই নানান ভাবে তাঁকে মনে জোর দেওয়ার চেষ্টা করছেন। একজন লিখেছেন, ” তোমার পথে অনেক ভালবাসা এবং শক্তি পাঠাচ্ছি।” আরেক অনুরাগীর মন্তব্য, ” ঈশ্বর কেবল তার সন্তানদের নানা সমস্যার মধ্যে রেখে পরীক্ষা নেন, তিনি জানেন আমরা জয়ী হব।” আর এক অনুরাগীর বক্তব্য, ” তোমার জন্য প্রার্থনা করি, তুমি সবচেয়ে শক্তিশালী, তুমি মহান অনুপ্রেরণা।” এভাবেই আরেকজন লিখেছেন, “দৃঢ় থাকো, তুমি সাহসী। তুমি আবারও সাফল্য পাবে। উজ্জ্বল সাফল্যের সঙ্গে জিতবে।”
আয়ুষ্মানের নায়ক তাহিরা
স্ত্রীর জীবন যুদ্ধ দেখে আবেগপ্রবণ আয়ুষ্মান খুরানা। লিখেছেন, এবারেও তিনি তাঁর স্ত্রীর পাশে আছেন। তাহিরার উদ্দেশ্যে লেখেন “আমার নায়ক।”