ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে (Warrant Against Malaika Arora)। সেই সময় হোটেলে সইফ আলি খানের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন মালাইকা।
২০১২ সালের ঘটনার মামলায় বারবার ডাকা সত্ত্বেও হাজিরা দিলেন না অভিনেত্রী (Warrant Against Malaika Arora)
মুম্বইয়ের একটি আদালত ফের জামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার নামে (Warrant Against Malaika Arora)। ২০১২ সালে এক এনআরআই ব্যবসায়ীর উপর সাইফ আলি খানের হামলার মামলায় সাক্ষী হিসেবে তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু মালাইকা বারবার আদালতের হাজিরা এড়িয়েছেন।
ঘটনার পটভূমি (Warrant Against Malaika Arora)
২০১২ সালের ২২ ফেব্রুয়ারি, মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে সাইফ আলি খান ও তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে রাতের খাবার খেতে গিয়েছিলেন মালাইকা অরোরা (Warrant Against Malaika Arora)। সেখানেই ঘটেছিল ওই বিতর্কিত ঘটনা। ব্যবসায়ী ইকবাল মীর শর্মা অভিযোগ করেন, অভিনেতা ও তাঁর বন্ধুরা হোটেলে চিৎকার করে কথা বলছিলেন। তিনি প্রতিবাদ করলে সাইফ তাঁর নাকে ঘুষি মারেন বলে অভিযোগ, যার ফলে নাক ভেঙে যায়। শুধু তাই নয়, সাইফ ও তাঁর বন্ধুরা শর্মার শ্বশুর রমন প্যাটেলকেও মারধর করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: Tahira Kashyap: ৭ বছর পর ফিরল মারণ রোগ! স্ত্রীর জীবনযুদ্ধ দেখে কী লিখলেন আয়ুষ্মান?
আদালতের অবস্থান ও পরবর্তী শুনানি
এই মামলায় সাক্ষীদের বয়ান রেকর্ড করছেন এসপ্লানেড আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার। গত ১৫ ফেব্রুয়ারি আদালত মালাইকা অরোরার নামে প্রথম জামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছিল। তিনি আদালতে না এলে তা আবার ১ এপ্রিল পুনরায় জারি করা হয়। পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল।
আরও পড়ুন: Kamra Reply BookMyShow: বুকমাইশো-র বিরুদ্ধে খোলা চিঠি কুণাল কামরার, চাইলেন দর্শকদের যোগাযোগের তথ্য
মামলার বর্তমান অবস্থা
এই ঘটনার পরে সাইফ আলি খান ও তাঁর দুই বন্ধু – শাকিল লাদাক ও বিলাল আমরোহিকে গ্রেফতার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ নম্বর ধারা অনুযায়ী গুরুতর হামলার অভিযোগে চার্জশিট দায়ের করা হয়েছে।
সাইফের পাল্টা দাবি, ইকবাল শর্মা তাঁদের সঙ্গে থাকা মহিলা বন্ধুদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন। তাতেই ওই গোলমালের সূত্রপাত। এই মামলায় করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা-সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এখন দেখার, পরবর্তী শুনানিতে মালাইকা আদালতে হাজির হন কি না।