ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটি ক্যাব সংস্থা নতুন ধরনের পরিষেবা (Kissing In Cab) চালু করেছে, যার মাধ্যমে যুগলরা ক্যাবে বসে একান্তে সময় কাটাতে পারবেন এবং চুমু খেতে পারবেন। এই দাবি করেছে কর্নাটকের বেঙ্গালুরুর ‘স্মুজ়ি’ নামের ক্যাব সংস্থা। সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিজ্ঞাপন ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে, যুগলরা ক্যাবে বসে নিভৃতে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন, তবে কিছু শর্ত পালন করতে হবে।
চুমু খাওয়ার শর্ত (Kissing In Cab)
শর্তগুলির মধ্যে অন্যতম হলো, চুমু খাওয়ার সময় অত্যধিক জোরে (Kissing In Cab) আওয়াজ করা যাবে না। ক্যাবে শুধু প্রেমের নেশায় মগ্ন থাকার অনুমতি থাকবে, অন্য কোনো নেশার দ্রব্য নিয়ে উঠলে চালক যথাযথ ব্যবস্থা নেবেন। ক্যাবের ভিতরে নজরদারির জন্য কোন ক্যামেরা থাকবে না বলেও নিশ্চিত করা হয়েছে। পোস্টটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
চুমু খাওয়ার সুবর্ণ সুযোগ (Kissing In Cab)
এই বিজ্ঞাপনটি ‘অনুষ্কা’ নামক এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে এবং সেখানে একটি বিজ্ঞাপনের ছবি যুক্ত করা হয়েছে। বেশিরভাগ মানুষই পোস্টটি দেখেছেন এবং লাইক ও মন্তব্যের বন্যা বয়ে গেছে। তবে পরে ‘স্মুজ়ি’ তাদের ফলোআপ পোস্টে জানায় যে, ক্যাবে বসে চুমু খাওয়ার সুযোগ শুধুমাত্র ১ এপ্রিল বৈধ। এখান থেকেই নেটাগরিকেরা বুঝতে পেরেছেন, এটি আসলে একটি এপ্রিল ফুলের মজা।
অযথা বিতর্কিত
‘স্মুজ়ি’ একটি ডেটিং অ্যাপ, যা গ্রাহকদের মিমের পছন্দ অনুযায়ী একে অপরের সঙ্গে আলাপ করাতে সাহায্য করে। এই বিজ্ঞাপনটি মূলত একটি প্রচারমূলক কৌশল ছিল, যা সামাজিক মাধ্যমের দর্শকদের আকৃষ্ট করতে তৈরি করা হয়েছিল। যদিও বিষয়টি এক ধরনের মজার এবং সৃষ্টিশীল প্রচারণা হিসেবে দেখা যেতে পারে, তবে এটি নিয়ে নানা মতামত উঠে এসেছে। অনেকেই এই ধরনের প্রচারণাকে অযথা বিতর্কিত বলে মনে করছেন।

আরও পড়ুন: SSC Panel Cancel: চাই ন্যায্য অধিকার, পরীক্ষায় অংশগ্রহণ অসম্মানজনক, এবার সুর চড়ালেন চাকরিহারারা!
হাস্যকর সুযোগ
যুগলদের চুমু খাওয়ার সুযোগ দেওয়ার ধারণাটি অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে। একদিকে যেমন এটি এক ধরনের আধুনিক প্রেমের নিদর্শন, তেমনই আবার কিছু মানুষ মনে করছেন, এটি সামাজিক নিয়মের বিরুদ্ধে। অনেকের মতামত হলো, প্রেমের প্রকাশ্যতা এক কথা, কিন্তু এটি যে ভাবে প্রচারিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।