ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের (Air India Pilot Death)। জানা গেছে অবতরণের পরে বিমানের ভিতরেই হঠাৎ বমি করতে শুরু করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই পাইলটের বয়স মাত্র ২৮ বছর।
শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Pilot Death)
সদ্য বিয়ে করেছিলেন ওই বিমান চালক (Air India Pilot Death)। মাত্র ২৮ বছর বয়সের জীবনের ইতি টানলেন তিনি। দিনের পর দিন বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বয়স্কদের পাশাপাশি যুবকরাও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। আর তা নিয়ে বাড়ছে আতঙ্ক। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানান হয়েছে, ‘সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। এই অবস্থায় তাঁর পরিবারের প্রতি আমাদের রয়েছে সমবেদনা।‘ স্বাভাবিকভাবেই এই ঘটনায় পাইলটের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পাইলটেরা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পাননা (Air India Pilot Death)
গত কয়েক বছরে ভারতীয় বিমান পরিচালনা সংস্থাগুলির বেশ কয়েক জন পাইলট কর্তব্যরত অবস্থার হৃদ্রোগে মারা গিয়েছেন (Air India Pilot Death)। প্রয়োজনীয় বিশ্রামের অভাব এর অন্যতম কারণ বলে অভিযোগ। এরআগেও অনেক পাইলট কর্তব্যরত অবস্থার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাতেই অভিযোগ উঠেছে বিমান পাইলটেরা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পাননা। সেইজন্য বাড়ছে হৃদরোগের প্রবণতা।
বিশ্রামের নতুন বাধ্যতামূলক বিধি কার্যকর
দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) ১ জুলাই থেকে বিমানচালকদের বিশ্রামের নতুন বাধ্যতামূলক বিধি কার্যকর করতে চলেছে। নতুন নিয়মে পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। দিল্লি আদালতে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তরফে জানান হয়েছে, ১ জুলাই, ২০২৫ থেকে শুরু করে পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম ৩৬ ঘন্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘন্টা করতে হবে। এরপরেই পাইলটদের জন্য চালু হয় নয়া নিয়ম।
মৃতের নাম গোপন রাখা হচ্ছে
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘শারীরিক অসুস্থতার কারণে এক জন মূল্যবান সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শোকের এই সময়ে আমাদের সমবেদনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে। এই বিশাল ক্ষতি মোকাবিলায় আমরা তাঁদের সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছি।’’ ‘অবাঞ্ছিত বিতর্ক’ এড়াতে ঘটনাস্থল এবং মৃতের নাম গোপন রাখা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।