ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ বৃহস্পতিবার ব্যাংক ছুটি (Bank Holidays)। মহাবীর জয়ন্তী ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্ম দিবস উদযাপন করে। সেই কারনে আজ ব্যাংক বন্ধ।
কোন উপলক্ষে ছুটি? (Bank Holidays)
২০২৫ সালের ১০ এপ্রিল, মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে (Bank Holidays)। মহাবীর জয়ন্তী বা মহাবীর জন্মকল্যাণক জৈন সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। এই দিনে ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মদিন পালন করা হয়।
কোন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে? (Bank Holidays)
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, এই দিনে গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাংক বন্ধ থাকবে (Bank Holidays)।
এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী ছাড়াও আরও কিছু ব্যাংক ছুটি রয়েছে, যেমন আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডে, বোহাগ বিহু, বাসব জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া। তাই যেকোনও জরুরি কাজে ব্যাংকে যাওয়ার আগে নিজের এলাকার নিকটবর্তী শাখায় যোগাযোগ করা ভালো।
আরও পড়ুন: Oily Scalp Tips: শ্যাম্পু করার পরের দিনই চুল তেলতেলে হয়ে যাচ্ছে? রইল মুক্তির উপায়
ব্যাংক বন্ধ থাকলেও মিলবে এই পরিষেবাগুলি
উল্লিখিত তারিখগুলিতে ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলেও ডিজিটাল বা নেট ব্যাংকিং পরিষেবা সারা বছরই সক্রিয় থাকবে, যদি না ব্যতিক্রমী কোনও রক্ষণাবেক্ষণের কাজ থাকে।
ব্যাংকের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, UPI ও এটিএম পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। এমনকি ওই দিনগুলিতে ডিজিটালি ফিক্সড ডিপোজিট (FD) বা রেকারিং ডিপোজিট (RD) শুরু করাও যাবে।
তাই যাঁদের জরুরি লেনদেন রয়েছে, তাঁরা সহজেই অনলাইন ব্যাংকিংয়ের সাহায্য নিতে পারেন।
আরও পড়ুন: 10 April Horoscope: চাকরি খুঁজে থাকলে, ইতিবাচক খবর, স্বাস্থ্য নিয়ে থাকুন সতর্ক!
২০২৫ সালের এপ্রিল মাসে ব্যাংক ছুটির তালিকা
১ এপ্রিল: ব্যাংকগুলি তাদের বার্ষিক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বন্ধ থাকবে।
৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিন (শুধুমাত্র হায়দ্রাবাদ – তেলেঙ্গানায়)
৭ এপ্রিল: শাদ সুক মাইনসিম (শুধুমাত্র শিলংয়ে)
১০ এপ্রিল: মহাবীর জন্মকল্যাণক/মহাবীর জয়ন্তী
১৪ এপ্রিল: আম্বেদকর জয়ন্তী, ডঃ বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী, বিষু, বিহু, তামিল নববর্ষ এবং আরও অনেক আঞ্চলিক নববর্ষ উদযাপন।
১৫ এপ্রিল: বাংলা নববর্ষ দিবস/হিমাচল দিবস/বোহাগ বিহু (এই রাজ্য-নির্দিষ্ট উৎসবগুলি পালনের জন্য আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাংকগুলি বন্ধ থাকবে।)
১৮ এপ্রিল: গুড ফ্রাইডে। (ত্রিপুরা, আসাম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ এবং শ্রীনগর সহ রাজ্যগুলিতে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।)
২১ এপ্রিল: মাসের চতুর্থ শনিবার, ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক এই দিনে বন্ধ থাকবে।
২৯ এপ্রিল: ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী, বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মবার্ষিকী। (হিমাচল প্রদেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।)
৩০ এপ্রিল: লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বাসবন্নার সম্মানে বাসব জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া, যা সম্পদ ও সমৃদ্ধির জন্য একটি শুভ দিন হিসাবে বিবেচিত হয়। (কর্ণাটক এবং অন্যান্য রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।)