ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টিআরপি তালিকায় (TRP List) যেন অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে পরিণীতা (Parineeta)। আবারও শীর্ষে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক। প্রথম পাঁচে কারা জায়গা করে নিল? এই সপ্তাহেও বিরাট রদবদল। প্রতি বৃহস্পতিবার মানেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে আসে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি রেটিং কী বলছে? কোন কোন ধারাবাহিক দর্শকদের হৃদয় জয় করল? আর কারাই বা পিছিয়ে পড়ল?
আবারও শীর্ষে পরিণীতা (TRP List)
বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় (TRP List) নিজেদের শীর্ষ জায়গা রীতিমত ধরে রেখেছে উদয় প্রতাপ সিংহ (Uday Pratap Singh) এবং ঈশানি চ্যাটার্জির (Ishani Chatterjee) ধারাবাহিক পরিণীতা। চলতি সপ্তাহে তার ব্যতিক্রম হল না। টিআরপির তালিকায় ৭ রেটিং পেয়ে শীর্ষে রয়েছে এই ধারাবাহিক।
যৌথভাবে দ্বিতীয় দুই ধারাবাহিক (TRP List)
গত সপ্তাহের দ্বিতীয় স্থানে যৌথভাবে ছিল ফুলকি (Phulki) এবং জগদ্ধাত্রী (Jagaddhatri)। এবারেও তার পরিবর্তন হয়নি (TRP List)। ৬.৯ রেটিং পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে জি বাংলার এই দুই ধারাবাহিক।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya: শিল্পীদের অসম্মান করেন এ আর রহমান! বিস্ফোরক অভিযোগ অভিজিতের
পরশুরামের চমক
৬.৬ রেটিং পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মনীষা মন্ডল এবং নীলাঙ্কুর মুখার্জির ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। ৬.৪ রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। এই ধারাবাহিক বেশ কিছু মাস হল শুরু হয়েছে। এর মধ্যেই দর্শকদের চমকে দিয়েছে। রীতিমত নিঃশ্বাস ফেলছে পরিণীতার ঘাড়ে। যদিও পরিণীতার থেকে এই ধারাবাহিক রেটিংয়ে এখনও বেশ কিছুটা পিছিয়ে।
প্রথম পাঁচে নতুন ধারাবাহিক
প্রথম পাঁচে জায়গা করে নিল নতুন আরেকটি ধারাবাহিক। সেটি হল, জি বাংলার চিরদিনই তুমি যে আমার। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬। ওই একই রেটিং পেয়ে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে কথা ধারাবাহিক। ৫.৬ রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ। ৫.৪ রেটিং পেয়ে সপ্তম স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। কোন গোপনে মন ভেসেছে, গীতা এলএলবি এবং চিরসখা। একটা সময় কোন গোপনে মন ভেসেছে এবং গীতা এলএলবি , এই দুই ধারাবাহিক প্রথম পাঁচের মধ্যে থাকত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই তালিকা থেকে বেরিয়ে এসেছে। অপরদিকে নতুন ধারাবাহিক হিসেবে বেশ ভালোই ফল করছে চিরসখা।
মিঠাইকে টক্কর!
সাধারণত যে ধারাবাহিকের রেটিং সব থেকে বেশি থাকে সেটাই হয় বেঙ্গল টপার। ইদানিং সেই জায়গাটা ধরে রেখেছে পরিণীতা। রাত আটটার সময় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। এই সময় সম্প্রচারিত হত মিঠাই ধারাবাহিক। যেটি প্রায় ৫৬ বার বেঙ্গল টপার হয়েছিল। প্রশ্ন উঠছে, পরিণীতা কি মিঠাইকে ছুঁতে পারবে?