ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জেলার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছিল রাজস্থানের বারানে (Hot Air Balloon Accident)। সেখানেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাছাকাছি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এক যুবক। আচমকা একটি উড়ন্ত হট এয়ার বেলুনের দড়িতে আটকে যায় তাঁর পা। এরপর তাঁকে নিয়েই উড়তে শুরু করে বেলুনটি। মাটি থেকে অনেকটা উঁচুতে ঝুলতে থাকেন যুবক। শেষমেশ উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হল তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
৩৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান (Hot Air Balloon Accident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটার বাসিন্দা ওই যুবকের নাম বাসুদেব খত্রি। বৃহস্পতিবার সকালে জেলার প্রতিষ্ঠা দিবসের ৩৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল (Hot Air Balloon Accident)। অনুষ্ঠানের সময় ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে। ওই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও নিয়েই শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
বেলুনের দড়িতে আটকে গেল পা (Hot Air Balloon Accident)
ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাসুদেব। ধীরে ধীরে একটি হট এয়ার বেলুন আকাশে উড়ছে। আচমকা ওই বেলুনের দড়িতে আটকে গেল বাসুদেবের পা। মুহূর্তে হ্যাঁচকা টানে যুবককে শূন্যে উড়িয়ে নিয়ে গেল বেলুন (Hot Air Balloon Accident)। মুহূর্তে বেলুনের সঙ্গে সঙ্গে শূন্যে উড়ে গেলেন তিনিও। কিন্তু বেশি ক্ষণ নয়, কয়েক মিনিট পরেই দড়ি ছিঁড়ে উপর থেকে প্রায় ১০০ ফুট নীচে মাটিতে আছড়ে পড়লেন তিনি।
আরও পড়ুন: Adulterated Liquor In Telangana: বিষমদ খেয়ে অসুস্থ ৫৮! তামিলনাড়ুর পর এবার তেলেঙ্গানা
হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি
আহত বাসুদেবকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হট এয়ার বেলুনটি এমন একটি সংস্থার, যারা অতীতে জেলা প্রশাসনের সঙ্গেও কাজ করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বারানের জেলাশাসক রোহিতাশ সিংহ তোমর।
সমস্ত অনুষ্ঠান বাতিল
এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বারানের জেলা প্রশাসন। মর্মান্তিক ঘটনার জেরে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের প্রতিষ্ঠা দিবস সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। খোঁজ পড়ছে কোন সংস্থার বেলুনে বিপদ হল। তাদের গাফিলতিতেই কি বেঘোরে মৃত্যু হল যুবকের। জেলা প্রশাসন সাংবাদিকদের জানিয়েছে, এই ঘটনার পরেই মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের জন্য নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।