ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের নাসিকে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা (Man Kills Ailing Wife)। দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন স্ত্রী। অসুস্থ স্ত্রীকে হত্যা করে, নিজেও আত্মহত্যা করেছেন ৮০ বছরের বৃদ্ধ স্বামী। তাঁর সেবা করতে করতে ক্লান্ত, হতাশ হয়ে পড়েছিলেন স্বামী। শেষ পর্যন্ত চরম পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন ৮০ বছরের বৃদ্ধ। স্ত্রীকে গলা টিপে খুন করে নিজে আত্মঘাতী হলেন। মৃত দেহর সাথে পাওয়া গেছে একটি সুইসাইড নোট।
দেখতে পান দম্পতির নিথর দেহ (Man Kills Ailing Wife)
পুলিশ জানায়, মুরলিধর যোশী ছিলেন এক অবসরপ্রাপ্ত স্কুলপ্রধান এবং তাঁর স্ত্রী লতাও ছিলেন এক সময়ের শিক্ষিকা। গত চার বছর ধরে লতা শয্যাশায়ী ছিলেন। এই সময়ে তাঁদের দেখাশোনা করতেন সীতা রাঠোড় নামে এক সহকারী। ঘটনার দিন, বুধবার সকালে, রাঠোড় প্রতিদিনের মতো নিজের কাজ শেষ করে বেরিয়ে যান দুপুরে (Man Kills Ailing Wife)। সন্ধ্যার দিকে তিনি যখন আবার বাড়িতে ফিরে দরজা খোলেন, তখনই দেখতে পান দম্পতির নিথর দেহ।
উদ্ধার হয় সুইসাইড নোটে (Man Kills Ailing Wife)
পুলিশ জানায়, যোশী সম্ভবত প্রথমে গলা টিপে স্ত্রীকে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন (Man Kills Ailing Wife)। ঘর থেকে উদ্ধার হওয়া ওই সুইসাইড নোটে নিজেদের কথার পাশাপাশি, সহকারী সীতা রাঠোড়ের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মুরলীধর। সীতাকে ৫০ হাজার টাকা দেওয়ারও অনুরোধ করা হয়েছে, যেটি তিনি আগে থেকেই আলাদা করে সরিয়ে রেখেছিলেন।
‘ও শয্যাশায়ী, অসুস্থতায় ক্লান্ত’
মুরলিধরের সুইসাইড নোটে আরও উল্লেখ ছিল, স্ত্রীর শেষকৃত্যের আগে যেন তাঁকে একটি নতুন শাড়ি, মাঙ্গলসূত্র ও অন্যান্য গয়না পরানো হয়। এমনকি তাঁদের শেষকৃত্যের সমস্ত খরচও আগেই গচ্ছিত রাখা হয়েছে বলেও সেখানে বলা হয়। শেষ বার্তায় তাঁর আবেদন, ‘আমাদের শেষকৃত্যে যেন কেউ বাড়তি খরচ না করেন।’ মুরলিধর রামচন্দ্র যোশী লিখেছেন, ‘আমি আমার স্ত্রী লতাকে খুব ভালবাসি। ও শয্যাশায়ী, অসুস্থতায় ক্লান্ত। আমি ওকে এই কষ্ট থেকে মুক্তি দিচ্ছি। নিজেও মুক্তি পাচ্ছি।’
দম্পতির মধ্যে গভীর ভালবাসা ছিল
দম্পতির দুই সন্তান বর্তমানে মুম্বইয়ে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে। নাসিক শহরের এই হৃদয়বিদারক ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই দম্পতির মধ্যে গভীর ভালবাসা ছিল। কিন্তু স্ত্রী লতার দীর্ঘ অসুস্থতা এবং বার্ধক্যজনিত অসহায়তা তাঁদের জীবনকে মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয়। পলিশ এও জানিয়েছেন এই ঘটনার যথাযথ তদন্ত করা হবে।