ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় ফের বোমাতঙ্ক ছড়াল ইমেলের (Bomb Threat) মাধ্যমে। সোমবার দুপুরে শহরের চারটি নামী স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি-ইমেল আসে। স্কুলে ছুটি থাকায় পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড। গোপনে পৌঁছে তারা তল্লাশি চালায় স্কুল চত্বর ও ভবনের ভিতরে। তবে কোথাও কোনো বিস্ফোরক মেলেনি বলেই জানিয়েছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর (Bomb Threat)
লালবাজার সূত্রে খবর, হুমকি-ইমেলে স্কুল উড়িয়ে দেওয়ার কথা বলা (Bomb Threat) হয়েছে এবং তাতে ব্রাজ়িলের একটি জঙ্গি গোষ্ঠীর নামও উল্লেখ রয়েছে। গোয়েন্দারা মনে করছেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের ইমেল পাঠানো হয়ে থাকতে পারে। তবে এর নেপথ্যে আদৌ আন্তর্জাতিক কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।
এক বছর আগেও একই কাণ্ড! (Bomb Threat)
ইমেলগুলি কোথা থেকে পাঠানো হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই প্রযুক্তিগত (Bomb Threat) তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ইমেল আইডি ও সার্ভার আইপি ট্র্যাক করে প্রেরকের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারীরা বলছেন, এটি পুরনো কোনও ছক হতে পারে, কারণ ঠিক এক বছর আগেও একাধিক স্কুলে একই ধরনের হুমকি-বার্তা পাঠিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছিল।
সবটাই মিথ্যা!
সেই সময়ও মধ্যরাতে ইমেল পাঠিয়ে বলা হয়েছিল, ২০০টি স্কুলে টাইম-বোমা বসানো হয়েছে এবং সেগুলি বিস্ফোরিত হবে ঠিক সেই সময়ে যখন স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে। শেষ পর্যন্ত সবটাই মিথ্যা প্রমাণিত হলেও তখনও বেশ কিছু দিন আতঙ্কে কেটেছিল শহরের বহু অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের।
ইমেল হুমকি ঘিরে উত্তেজনা
দু’সপ্তাহ আগেই ভারতীয় জাদুঘরে ইমেল হুমকি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে জাদুঘরের একাধিক স্থানে বোমা রাখা আছে বলে জানানো হয়েছিল, যদিও কিছুই মেলেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্কুল লক্ষ্য করে ইমেল হুমকি ঘিরে নতুন করে চিন্তিত শহরবাসী।
আতঙ্ক তৈরির চেষ্টা
পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘‘আমরা পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। আতঙ্ক তৈরি করে জনজীবনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’’ এ বিষয়ে সমস্ত স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে।
বাড়ানো হয়েছে নিরাপত্তা
বর্তমানে স্কুলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ প্রতিটি স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং প্রয়োজনে মনোবিজ্ঞানী ও কাউন্সেলরদের সহায়তায় পড়ুয়াদের উদ্বেগ নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হবে বলেও সূত্রের খবর।
আরও পড়ুন: Yusuf Pathan: মুর্শিদাবাদে অশান্তির মাঝে ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বিতর্কে ইউসুফ পঠান
শহরে ফের ইমেল-ভিত্তিক বোমাতঙ্কের ঘটনায় প্রশাসন এবং নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়লেও, তদন্তকারীদের বিশ্বাস এই চক্রান্তের জাল খুব তাড়াতাড়ি উদঘাটন করা সম্ভব হবে।