ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত (Murshidabad Controversy) কয়েক দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের কিছু অংশ। হিংসাত্মক ঘটনার জেরে অশান্তি ছড়ায় জেলার একাধিক এলাকায়। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দোকানপাট খুলছে, বাজারে জনসমাগম বাড়ছে, রাস্তাঘাটে আবারও চলতে শুরু করেছে যানবাহন—সব মিলিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে জেলা।
সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট পরিষেবা (Murshidabad Controversy)
উস্কানিমূলক ও মিথ্যা বার্তা রুখতে জঙ্গিপুর পুলিশ জেলার অনেক এলাকায় (Murshidabad Controversy) সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সামশেরগঞ্জ ছাড়া জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হয়েছে। তবে এখনও পুরোপুরি উঠে যায়নি ১৬৩ ধারা। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বহাল থাকছে বলে জানিয়েছে প্রশাসন।
একাধিক থানা এলাকায় মোতায়েন যৌথবাহিনী (Murshidabad Controversy)
শুক্রবার থেকে যে উত্তেজনা শুরু হয়েছিল, তা ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় রাজ্য সরকার (Murshidabad Controversy) ও জেলা প্রশাসন। আগাম সতর্কতা হিসেবে একাধিক থানা এলাকায় মোতায়েন করা হয় যৌথবাহিনী। পুলিশ ও বিএসএফ একসঙ্গে টহল শুরু করে। কোথাও সামান্য গণ্ডগোলের খবর পেলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় প্রশাসন। মানুষের মন থেকে ভয় কাটাতে পুলিশের তরফে চলেছে প্রচার ও আশ্বাসবাণী।
বহু মানুষ নিজেদের ঘরে ফিরেছেন
হিংসার আশঙ্কায় অনেকেই ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। জেলা পুলিশের উদ্যোগে তাঁদের ফেরানো শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ নিজেদের ঘরে ফিরেছেন। প্রশাসনের লক্ষ্য, আগামী শুক্রবারের মধ্যে বাকি ঘরছাড়াদেরও ফেরানো।
তৎপর গোটা প্রশাসন
রাজ্যের ডিজি রাজীব কুমার শনিবার রাতেই মুর্শিদাবাদ পৌঁছে যান এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। হিংসাকবলিত এলাকায় ঘুরে দেখেন তিনি, বৈঠক করেন পুলিশ ও বিএসএফ কর্তাদের সঙ্গে। তাঁর উপস্থিতিতে আরও তৎপর হয় গোটা প্রশাসন। রাজ্যের অন্যান্য জেলা থেকেও দক্ষ ২৩ জন পুলিশ আধিকারিককে পাঠানো হয় জঙ্গিপুর পুলিশ জেলায়।
পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতি ও ধুলিয়ান এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। তবে সামশেরগঞ্জ এলাকায় এখনও কিছুটা উত্তেজনা থাকায় সেখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হিংসা কবলিত অঞ্চলে। বেলডাঙা, শক্তিপুর, রেজিনগর, কান্দি ও নওদা থানা এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কোথাও কোনও অশান্তির খবর নেই
জেলা পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, “নতুন করে কোথাও কোনও অশান্তির খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা নজর রাখছি, যাতে কেউ আতঙ্ক ছড়াতে না পারে।”
আরও পড়ুন: Bomb Threat: শহরের স্কুলে বোমাতঙ্ক, তদন্তে লালবাজার!
সব মিলিয়ে, ধীরে ধীরে স্বাভাবিকতার পথে হাঁটছে মুর্শিদাবাদ। তবে প্রশাসনের নজর এখনো কড়া, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।