ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদ ও ভাঙড়ের (Mamata Banerjee) সাম্প্রতিক অশান্তি এবং দেশের সর্বোচ্চ আদালতে ওয়াকফ মামলার শুনানির প্রেক্ষাপটে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বিশেষ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি একরকম প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একহাত নিলেন। তাঁর সাফ বার্তা—”ভাগ নয়, ভারতকে জোড়ো করুন।”
তড়িঘড়ি করে সংশোধিত ওয়াকফ আইন পাশ (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের তরফে তড়িঘড়ি করে সংশোধিত ওয়াকফ আইন পাশ করানো (Mamata Banerjee) হয়েছে, যার ফলে রাজ্যে অশান্তি ছড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “কেন এত তাড়াহুড়ো করে এই আইন পাশ করানো হল? এর পিছনে উদ্দেশ্য কী?” একইসঙ্গে তাঁর মন্তব্য, “বাংলায় অশান্তি ছড়াতে কেউ যদি পরিকল্পিতভাবে প্ররোচনা দেয়, তাহলে তাকে রুখে দিন।”
বাংলাদেশের মদত রয়েছে! (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, ওয়াকফ সংক্রান্ত অশান্তির নেপথ্যে আন্তর্জাতিক চক্রান্ত থাকলেও, তার দায় কেন্দ্রের। তাঁর কথায়, “ধরা যাক অশান্তিতে বাংলাদেশের মদত রয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, সীমান্ত রক্ষার দায়িত্ব তো কেন্দ্রের। তবে দোষটা কার?”
রাজ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ফেক নিউজ, ফেক ভিডিও দেখিয়ে রাজ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাংলার ঘটনা বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে।” পাশাপাশি তিনি মন্তব্য করেন, বিজেপি-র নেতৃত্বাধীন সরকার দেশের সংবিধানকে ভেঙে চুরে দিচ্ছে। “অম্বেডকরের তৈরি সংবিধান আজ মানা হচ্ছে না,” বলে কটাক্ষ করেন তিনি।
কেন্দ্রের ‘ব্যর্থতা’ তুলে ধরেন মুখ্যমন্ত্রী
শিক্ষাখাত থেকে শুরু করে স্বাস্থ্যব্যবস্থা—প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রের ‘ব্যর্থতা’ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, শিক্ষকদের প্যানেল বাতিল করে রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে। একই সঙ্গে বলেন, “চাকরি হারানো শিক্ষকদের পাশে রাজ্য সরকার আছে।”

মুখ্যমন্ত্রীকে পাশে থাকার আশ্বাস
ওষুধের দাম নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। “ক্ষমতায় বসে ওষুধের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে কেন্দ্র,” অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। বৈঠকে উপস্থিত ইমাম ও মোয়াজ্জেমরা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীকে পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন: Murshidabad Unrest: মুর্শিদাবাদ অশান্তির জের, এনআইএ তদন্তের দাবি, হাই কোর্টে শুভেন্দু!
সব মিলিয়ে, নেতাজি ইন্ডোরের এই বৈঠক যেন রাজ্য-রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে এক বড় বার্তা হয়ে উঠল। মমতার নেতৃত্বে ওয়াকফ ইস্যুতে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিল শাসকদল—অভিযোগ ও দায় সবটাই কেন্দ্রের কাঁধে।