ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়লেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। দীর্ঘদিন ধরেই কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন দু’জনে। দু’জনের মধ্যে ঝামেলাও প্রকাশ্যে চলে এসেছিল। অবশেষে ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়ার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। উভয় পক্ষই মৌখিক আলোচনার মাধ্যমে এই বিচ্ছেদে সহমত হয়েছে।
ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেটন সিলভার (East Bengal)
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) পক্ষ থেকেও ক্লেটন সিলভার (Cleiton Silva) সঙ্গে বিচ্ছেদের কথা সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে লাল হলুদ জার্সিতে ৫৮ ম্যাচে ২০টি গোল করেছেন ক্লেটন।অস্কার ব্রুজোঁ ইস্টবেঙ্গলের হেডকোচ হয়ে আসার পর থেকেই তাঁর সঙ্গে বনিবনা হচ্ছিল না ক্লেটন সিলভার। দু’দিন আগেই কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন লাল হলুদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।
মতবিরোধের সূত্রপাত (East Bengal)
কোচের চরম আপত্তি সত্ত্বেও প্রাক্তন অধিনায়ককে ছাড়তে রাজি ছিল না ইস্টবেঙ্গল টিম (East Bengal) ম্যানেজমেন্ট। আসন্ন সুপার কাপের প্রস্তুতির মাঝেই ক্লেটনের সঙ্গে ব্রুজোঁর ঝামেলা চরমে ওঠে।গত রবিবার নিউটাউনে ফেডারেশনের এক্সিলেন্স সেন্টারের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ক্লেটন। আনোয়ার আলির গোলে ১-০ তে ম্যাচটি জেতে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে খবর, সেই ম্যাচে কোচ ক্লেটনকে নতুন পজিশনে খেলাচ্ছিলেন। কিন্তু সেই পজিশনে খেলতে মোটেও রাজি হননি ক্লেটন। তিনি নাকি কোচকে পরিষ্কার জানিয়ে দেন যে তিনি নিজের প্রথম পছন্দের জায়গাতেই খেলবেন। সেই নিয়েই মাঠে ক্লেটনের সঙ্গে ব্রুজোঁর কথা কাটাকাটি হয়। মাঠে নামার ৩০ সেকেন্ডের মধ্যেই ক্লেটন মাঠ ছেড়ে বেরিয়ে যান। এবং সাজঘরে গিয়ে পোশাক পরিবর্তন করে সোজা হোটেলে ফিরে যান।
আরও পড়ুন : Bar Puja:ঐতিহ্যবাহী বার পুজোয় মাতল ময়দান, নতুন মরশুমে সাফল্যের শপথ দুই প্রধানের
বিশৃঙ্খলতার অভিযোগ ইস্টবেঙ্গল কোচের
সেই ঝামেলার রেশ পড়ে গত মঙ্গলবার পয়লা বৈশাখে ক্লাবে বারপুজোর দিন অনুশীলনেও। মাঠে তখন বারপুজো উপলক্ষে সমর্থক, প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি ক্লাব কর্তারা উপস্থিত। সাইড লাইনে অনুশীলন করছিলেন ক্লেটন। সেই সময় ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষালকে দেখা যায় ক্লেটনকে কিছু বলতে। এর পরে কোচ ব্রুজোঁ ক্লেটনকে কিছু বলেন। দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। ক্লেটনকে শান্ত করার চেষ্টা করেন শৌভিক চক্রবর্তী। তার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্লেটন। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের বিরুদ্ধে বিশৃঙ্খলতার অভিযোগ তোলেন ইস্টবেঙ্গল কোচ।
সুপার কাপের আগে বড় ধাক্কা লাল হলুদ শিবিরে
দীর্ঘদিন ধরেই কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছিল ক্লেটনের। কোচ অস্কার বারবার বুঝিয়ে দিয়েছেন যে ক্লেটনকে তাঁর পছন্দ নয়। এবং আগামী মরশুমে তিনি তাঁকে দলে রাখতে মোটেও রাজি নন। কোনও বিকল্প না থাকায় আইএসএলে তাঁকে খেলাতে বাধ্য হয়েছিলেন কোচ। কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এখনই তাঁকে ছাড়তে রাজি ছিল না। কারণ সামনেই সুপার কাপ রয়েছে। এই সময়ের মধ্যে নতুন কোনও বিদেশি খেলোয়াড়কে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ক্লাব না চাইলেও এবার ক্লেটন নিজেই চুক্তি ভঙ্গ করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ক্লাবের জার্সিতে তাঁর অসামান্য অবদানের জন্য ক্লেটন সিলভাকে ধন্যবাদ জানিয়েছি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছাও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।