চোখের তলায় কালি দূর করুন ঘরোয়া উপায়ে

ঠিকমতো ঘুম না হলে, দেহে পুষ্টির ঘাটতি থাকলে আর অত্যধিক মানসিক চাপে থাকলে ডার্ক সার্কেল(Dark Circles) জোরাল হয়।

চোখের তলায় আলুর স্লাইস লাগিয়ে রাখুন। চাইলে আলুর খোসাও চোখের তলায় দিয়ে রাখতে পারেন। আবার আলুর পেস্ট করে তার রস চোখের চারপাশে বুলিয়ে নিন।

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’ফোঁটা নারকেল তেল নিয়ে চোখের চারপাশে মালিশ করুন।

চোখের তলায় শশার স্লাইস লাগিয়ে রাখুন। চাইলে শশার পেস্ট করে রস চোখের চারপাশে বুলিয়ে নিতে পারেন।

গোলাপ জল ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। চোখের চারপাশে গোলাপ জল লাগিয়ে রাখুন।

লেবু ও টোম্যাটোর রস চোখের চারপাশের কালচে দাগ দূর করার পাশাপাশি ফোলাভাব ও বলিরেখাও কমিয়ে দেবে।