ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রবল বৃষ্টিতে রাজধানীর বুকে ভেঙে পড়ল চারতলা বহুতল (Building collapses in Delhi)। উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকার ঘটনা। ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত অন্তত চার জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে।
দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল বৃষ্টিতে (Building collapses in Delhi)
শনিবার ভোরে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা (Building collapses in Delhi)। গভীর রাতে ঘুমের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বহুতল। সূত্রের খবর ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন প্রায় ১৫ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
শুরু হয়েছে উদ্ধারকাজ (Building collapses in Delhi)
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এনডিআরএফ, দমকল বিভাগ, দিল্লি পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৫ জন আটকে থাকার আশঙ্কা রয়েছে (Building collapses in Delhi)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান।উদ্ধারে সহায়তার জন্য ডগ স্কোয়াডকে মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্যে অংশ নিচ্ছেন। অনেকেই নিজ উদ্যোগে হাতুড়ি, টর্চ হাতে নিয়ে ধ্বংসস্তুপে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন। তাঁদের এই তৎপরতার ফলে কয়েকজনকে সময়মতো বের করে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন : Kedarnath Dham: ভক্তদের জন্য খুলছে কেদারনাথ মন্দিরের দরজা, কবে? দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ
চারতলা বাড়ি ভেঙে পড়ল বৃষ্টিতে
বাড়িটি ভেঙে পড়ার মুহূর্ত ইতিমধ্যেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে। সেই ভিডিও প্রকাশ করেছে এএনআই।তাতে দেখা গিয়েছে, ভোররাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল।গতকাল থেকেই দিল্লিতে শুরু হয়েছে অনবরত বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া ৷ জানা যাচ্ছে ভবনটি অনেকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। মনে করা হচ্ছে বৃষ্টিপাতের কারণে ভবনটি আরও দুর্বল হয়ে ভেঙে পড়ে। দিল্লি পুর কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।