ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরও ২ মাস স্বস্তি কালিঘাটের কাকুর। ১৬ জুন পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রর (Kalighater kaku) অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। পূর্বের সমস্ত শর্তই বহাল থাকবে বলে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। শারীরিক অসুস্থতায় চিকিৎসার জন্য জুন মাস পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ১৬ জুন আবারও এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: SSC Teachers Protest: আন্দোলনকারীদের সতর্ক করলেন বিধাননগর পুলিশের ডিসি
এর আগে ২২ এপ্রিল পর্যন্ত কালিঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আজই সেই মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন করে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রর (Kalighater kaku) দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।
পূর্বের শর্তই বহাল (Kalighater kaku)
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে সুজয়কৃষ্ণকে গ্ৰেফতার করে ইডি। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। শারীরিক অসুস্থতায় চিকিৎসার জন্য গত ১৮ ফেব্রুয়ারি তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই সঙ্গে বেশকিছু শর্তও দিয়েছিল হাইকোর্ট। শর্তে বলা হয়েছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া তিনি বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কোনও রাজনৈতিক ব্যক্তি বা বাইরের কোনও ব্যক্তির সঙ্গে তিনি দেখা কর বা কথা বলতে পারবেন না।(Kalighater kaku)
আরও পড়ুন:SSC Teachers Protest: মধ্যশিক্ষা পর্ষদের অফিসে অনশনে ৮ চাকরিহারা শিক্ষাকর্মী
কোনও কারণে বাড়ির বাইরে বেরোতে হলে সিবিআই-এর অনুমতি নিতে হবে। তাঁর উপর সবসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজর রাখবে। বাড়ির বাইরে ২৪ ঘণ্টা বাহিনী মোতায়েন থাকবে। সুজয়কৃষ্ণ ভদ্রের (Kalighater kaku) দু’টি মোবাইল নম্বর সিবিআই-এর কাছে জমা রাখতে হবে। এবারও সেই সমস্ত শর্ত বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও জামিনের পর থেকে বাড়িতেই রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।
তবে সুজয়কৃষ্ণ ভদ্র সমস্ত শর্ত মানছেন কি না, তা সিবিআইয়ের কাছে তার জানতে চান বিচারপতি। ১৬ জুন পরবর্তী শুনানি। ওইদিন এনিয়ে সিবিআইকে রিপোর্ট দিতে হবে। সেইসঙ্গে ‘কালিঘাটের কাকু’র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টও দিতে হবে সিবিআইকে।