ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতরত্ন বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের ১৩৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর আদর্শকে সম্মান জানিয়ে বীরভূমের একটি পিছিয়ে পড়া স্কুলকে আর্থিক অনুদান প্রদান করল আয়কর দফতরের কর্মীদের সংগঠন (Birbhum School Donation)। মঙ্গলবার কলকাতার এসপ্ল্যানেড ইস্ট-এর আয়কর ভবনে অনুষ্ঠানটির আয়োজন করে অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস.সি, এস.টি এমপ্লয়িস অ্যাসোসিয়েশন (ITSEWA), ওয়েস্ট বেঙ্গল ইউনিট।
বক্তব্যে বাবাসাহেবের শিক্ষার গুরুত্ব (Birbhum School Donation)
অনুষ্ঠানের উদ্বোধন করেন এস.সি, এস.টি কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাগন সিং কুলাস্তে। তিনি বলেন, “বাবাসাহেব আম্বেদকর শিক্ষা, সংগঠন ও সংগ্রামের মাধ্যমে সমাজ বদলের যে বার্তা দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে আনতে তাঁর আদর্শ অনুসরণ করাই আমাদের কর্তব্য।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ ও সিকিম বিভাগের প্রিন্সিপাল চিফ কমিশনার নিরজ কুমার, প্রিন্সিপাল কমিশনার সঞ্জয় আইবরা, এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার।

পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার জন্য ৫০ হাজার টাকার অনুদান (Birbhum School Donation)
এই অনুষ্ঠানে বাবাসাহেবের আদর্শকে অনুসরণ করে আয়কর দফতরের পক্ষ থেকে বীরভূম জেলার কাপাসটিকুরি গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্টের কর্ণধার দয়ানন্দময়ী মাতাজীর হাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটি বহুদিন ধরে সমাজের আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের প্রথাগত, কারিগরি এবং সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে।

আরও পড়ুন: SSC Teachers Protest: বুধবারের মধ্যে স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে ‘বৈধ’ শিক্ষকদের তালিকা
বিশেষ আলোচনায় শিক্ষাবিদরা (Birbhum School Donation)
অনুষ্ঠানে ড. আম্বেদকরের জীবন ও চিন্তাধারা নিয়ে আলোচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুশ্নাত দাশ এবং একাডেমি অনুবাদক পুরস্কার প্রাপক বাসুদেব দাস। তাঁরা বলেন, “বাবাসাহেবের দর্শন ভারতীয় সমাজকে ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখায়। তাঁর শিক্ষা আজকের প্রজন্মের জন্য আলোকবর্তিকা।”