ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ (Pahalgam Attack) জন নিরীহ পর্যটকের মৃত্যু শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়াতেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই বিভীষিকাময় ঘটনার জেরে কেবল উপত্যকায় নয়, প্রতিবেশী পাকিস্তানেও দেখা যাচ্ছে এক অন্যরকম প্রতিক্রিয়া। হামলার পর পাকিস্তানের জনগণ কী নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত—সে উত্তর মিলছে গুগ্ল ট্রেন্ডস-এ।
নির্দিষ্ট বিষয়ের খোঁজ বেড়ে গিয়েছে (Pahalgam Attack)
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি, হামলার ঠিক পর (Pahalgam Attack) থেকেই পাকিস্তানি নাগরিকদের মধ্যে হঠাৎ করে গুগ্লে কিছু নির্দিষ্ট বিষয়ের খোঁজ বেড়ে গিয়েছে। সবচেয়ে অবাক করা তথ্য হল, পাকিস্তানে গত ২৪ ঘণ্টার গুগ্ল সার্চ ট্রেন্ডে ‘পহেলগাঁও’ উঠে এসেছে তৃতীয় স্থানে।’
পাকিস্তানি সমাজে এক ধরনের উদ্বেগ (Pahalgam Attack)
এছাড়াও ‘কাশ্মীর’, ‘মোদী’, ‘জম্মু’, এবং ‘পুলওয়ামা’-র মতো কিওয়ার্ডগুলিও (Pahalgam Attack) পাকিস্তানি নেটিজেনদের সার্চ লিস্টে জায়গা করে নিয়েছে। এই ট্রেন্ড দেখেই বিশেষজ্ঞদের মতে, হামলার পর পাকিস্তানি সমাজে এক ধরনের উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে।
গোয়েন্দা সূত্রের খবর
গোয়েন্দা সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিদের একাংশ পাকিস্তান থেকে এসেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর সেই সূত্র ধরেই বাড়ছে ভারতের পাল্টা পদক্ষেপের আশঙ্কা। পুলওয়ামা হামলার ঘটনার মতো ভারত ফের সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পারে—এই আশঙ্কা ঘিরেই সরব পাকিস্তানের নাগরিক এবং সুরক্ষা মহল।
গুগ্ল সার্চের স্ক্রিনশট
এই আবহেই পাকিস্তানের বহু নাগরিক নিজেদের দেশের নিরাপত্তা নিয়ে গুগ্লে অনুসন্ধান চালাচ্ছেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও পাকিস্তানে গুগ্ল সার্চ বেড়েছে কয়েক গুণ। অনেকে সামাজিক মাধ্যমে পাকিস্তান থেকে করা গুগ্ল সার্চের স্ক্রিনশটও শেয়ার করছেন।
পাল্টা হামলার প্রস্তুতি
নেটাগরিকদের একাংশ বলছেন, পাকিস্তানের সেনা এবং সরকারও নাকি এখন ভারতের সম্ভাব্য পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই জনগণের মনে এই চিন্তা আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সার্চ ট্রেন্ড দুই দেশের পারস্পরিক মনস্তত্ত্বের একটি পরিষ্কার প্রতিফলন। একদিকে কাশ্মীরে রক্তাক্ত হামলা, অন্যদিকে সেই হামলার জেরে পাকিস্তানে দানা বাঁধা উদ্বেগ—এই দুই মিলে উপমহাদেশে নতুন করে সুরক্ষা ও কূটনৈতিক চাপের আবহ তৈরি করেছে।
আরও পড়ুন: Pahalgam Attack: কে এই পহেলগাঁও জঙ্গি হামলার মূলচক্রী সইফুল্লা?
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ কতটা চড়বে, তার দিকেই এখন নজর গোটা বিশ্বের। তবে গুগ্ল ট্রেন্ডসের মাধ্যমে পাকিস্তানি জনমতের এই প্রতিফলন অনেক কিছুই বলছে—আতঙ্ক, সতর্কতা আর ভবিষ্যৎ আশঙ্কার এক জটিল মিশ্রণ।