ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরম পড়তেই পাহাড়ে পাড়ি দেওয়া যেন বাঙালির রেওয়াজ। ছুটির মরসুমে দার্জিলিং, সিকিম বা কাশ্মীর—এইসব গন্তব্যে যাওয়ার পরিকল্পনা অনেক আগেই শুরু হয়ে যায়। বাজেট অনুযায়ী গন্তব্য ঠিক হয়—কম বাজেটে দার্জিলিং, একটু বেশি হলে কাশ্মীর (Kashmir tour)। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। কলকাতার বহু পরিবার এই গরমে কাশ্মীর যাওয়ার প্ল্যান করে ফেলেছিল মাস দুয়েক আগেই। বুক হয়ে গেছে ট্রেন বা বিমানের টিকিট, হোটেল, গাড়ি, এমনকি ট্যুর গাইড পর্যন্ত।
কিন্তু মঙ্গলবার পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলা সব কিছুর মোড় ঘুরিয়ে দিল। ভূস্বর্গে রক্তাক্ত ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। যার আঁচ এসে পড়েছে শহরের ভ্রমণ সংস্থাগুলির উপরেও। ভ্রমণ সংস্থাগুলিতে ফোনের পর ফোন—প্রায় সবাই জানতে চাইছেন, এখন কাশ্মীর যাওয়া ঠিক হবে কি না। অনেকেই বুকিং বাতিল করতে চাইছেন।
ট্যুর ক্যানসেল নিয়ে দুশ্চিন্তায় ভ্রমণ সংস্থাগুলি (Kashmir tour)
সাধারণত এপ্রিল-মে মাসের কাশ্মীর ট্যুরের বুকিং হয়ে যায় ফেব্রুয়ারি-মার্চেই। ট্রেন ও বিমান টিকিট, হোটেল, গাড়ি—সবই অগ্রিম বুক। ফলে অনেকেই ইতিমধ্যেই কাশ্মীর সফরের (Kashmir tour) যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছেন। কিন্তু হঠাৎ এমন হামলার পরে অনেকেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন।
একটি জনপ্রিয় ট্যুর অপারেটর সংস্থার কর্ণধার জানালেন, “এই গরমে কাশ্মীর ট্যুরের ব্যাপক চাহিদা ছিল। কাশ্মীরের বুকিং খুব ভালো চলছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর থেকে পরিস্থিতি পুরো বদলে গেছে। একের পর এক ফোন আসছে। কেউ ক্যানসেল করছেন, কেউ অন্য গন্তব্যে যাওয়ার কথা ভাবছেন। ব্যবসায় ধাক্কা তো বটেই, নিরাপত্তার প্রশ্নে আমরাও চিন্তিত।”

অনেকে আবার নিরাপত্তার খুঁটিনাটি জেনে তবেই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে যেভাবে সেনা-পুলিশ কাশ্মীরে অভিযান চালাচ্ছে, তাতে আতঙ্ক কিছুটা কমলেও, ছায়া পুরোপুরি কাটেনি এখনও। পর্যটকদের মাঝেও দেখা গেছে চরম দোলাচল। এক পর্যটক জানান, “আমরা মে মাসে কাশ্মীর যাওয়ার (Kashmir tour) পরিকল্পনা করেছিলাম। টিকিট কাটা, হোটেল বুকিং—সবই হয়ে গেছে। এখন পরিবারে ঝুঁকি নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না, বুঝতে পারছি না।”
এই অবস্থায় বিপাকে পড়েছেন ট্যুর অপারেটরেরা। একদিকে ট্যুর বাতিল হলে আর্থিক ক্ষতি, অন্যদিকে পর্যটকদের নিরাপত্তার দিকটাও ভাবতে হচ্ছে। অনেক সংস্থাই আপাতত বুকিং ‘অন হোল্ড’ রাখার সিদ্ধান্ত নিচ্ছে।
তবে কাশ্মীর প্রশাসন এবং ভারতীয় সেনার তরফে ট্যুরিস্টদের আশ্বস্ত করার চেষ্টা চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পর্যটনকেন্দ্রিক এলাকাগুলিতে। তবু আতঙ্কের মেঘ পুরোপুরি কাটেনি। বাস্তব পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে কাশ্মীরের (Kashmir tour) মাটিতে আগামী কয়েক দিনের নিরাপত্তা পরিস্থিতির উপর।