ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অজয় দেবগণের (Raid 2) হাতে নাকি মার খেতে হত হানি সিংকে! সে কথা স্বীকার করলেন হানি সিং নিজেই। নতুন কাজের প্রসঙ্গে পুরনো স্মৃতিচারণায় হানি সিং (Honey Singh) এর মুখে উঠে এল বহু অজানা কথা। পুরনো দিনে ঠিক কী ভুল করেছিলেন হানি সিং? যা আজও ভুলতে পারেন না? মাত্র ২৪ ঘন্টায় অজয় দেবগণের জন্য বানিয়েছিলেন গান। কেমন ছিল সেদিনের গল্পটা?
‘রেইড ২’ ছবির নতুন গান (Raid 2)
সম্প্রতি মুম্বাইতে আয়োজন করা হয়েছিল জাঁকজমক (Raid 2) অনুষ্ঠান। সেখানেই প্রকাশ হল ‘রেইড ২’ (Raid 2) ছবির গান ‘মানি মানি’ (Money Money) । ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ। নেতিবাচক চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার রীতিমত ঝড় তুলেছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছবির গোটা টিম।
হানি সিংয়ের মুখে পুরনো দিনের কথা (Raid 2)
সম্প্রতি ছবির নতুন গান প্রসঙ্গে হানি সিংয়ের মুখে শোনা গেল পুরনো দিনের কিছু (Raid 2) কথা। বলেন, ” আমার উপর সবসময় ভরসা রাখার জন্য ভুষণজিকে ধন্যবাদ। কিন্তু একটা অভিযোগ রয়েছে। কারণ সব সময় শেষ মুহূর্তে গান বানাতে বলেন। আমি মাত্র ২৪ ঘন্টায় অজয় দেবগণ স্যারের ‘আতা মাজি সটকলি’ বানিয়েছিলাম। তবে এবার একটু বেশি সময় পেয়েছি। গানটির বিষয়ে আলোচনা করার জন্য দিল্লিতে এসে রাজকুমার গুপ্তা স্যার, কুমার মাঙ্গত পাঠক স্যার আর অভিষেক পাঠক আমার সঙ্গে দেখা করেছিলেন। “
অজয়ের বড় ভক্ত হওয়ার কারণ
পাশাপাশি হানি সিং পুরোনো দিনের কথা প্রসঙ্গে বলে ফেলেন, নিজের করা একটি ভুলের কথা। অকপটে স্বীকার করেন যে, সেই ভুল তিনি আজও মনে রেখেছেন। তাঁর কথায়, তিনি শুধু অভিনেতা অজয় দেবগণের একজন অনুরাগী নন, বরং একজন বড় ভক্ত। ‘আতা মাজি সটকলি’র শুটিংয়ে হানি সিং প্রায় চার ঘন্টা দেরিতে পৌঁছেছিলেন। তিনি ভেবেই নিয়েছিলেন, হয়ত ওই দিন অজয় দেবগণের হাতে মার খাবেন। কিন্তু অজয় হানি সিংকে আপন করে নিয়েছিলেন, পাশাপাশি এতটাই ভালো ব্যবহার করেছিলেন যে সেদিনের পর থেকে হানি সিং অজয়ের আরও বড় অনুরাগী হয়ে যান। তবে ‘রেইড ২’ ছবির সেটে হানি সিং সময় মতো পৌঁছেছেন। বিন্দুমাত্র দেরি করেননি। মনে করেন, এই গোটা ছবির টিমের থেকে তিনি অনেক কিছু শিখেছেন। আর এই শেখাটা খুব দরকার। কারণ এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে শৃঙ্খলা খুব প্রয়োজন। এমনটাই মনে করেন হানি সিং।
আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিকে আসতে দেখেই কলমা পড়ে প্রাণ রক্ষা অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের
উত্তেজনার পারদ তুঙ্গে
এখন শুধু পয়লা মে’র অপেক্ষা। ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। প্রেক্ষাগৃহে ‘রেইড ২’ মুক্তি পেলে বক্স অফিসে যে ভালোই আয় করবে, তা বলাই বাহুল্য। এমনটাই অনুমান করছেন অনেকেই। বহু বছর পর অজয় দেবগণ পুলিশ অফিসারের ভূমিকায় পর্দায় ফিরলেও , তাঁর ঝাঁজ বিন্দুমাত্র কমেনি।