ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ১৩ এপ্রিল পোলবার হোসনাবাদে একটি হোটেলে (TMC Leader Arrested) দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। সেই ঘটনারই তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা বিপ্লব সরকার। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। দুধের সঙ্গে রাসায়নিক মিশিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় নাম জড়ায় ওই তৃণমূল নেতার।
রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে বিক্রি (TMC Leader Arrested)
গত ১৩ এপ্রিল পোলবার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায় (TMC Leader Arrested)। সেখান থেকে একটি দুধের ট্যাঙ্কার ও একটি ছোটো গাড়ি আটক করে। গ্রেফতার করে তিনজনকে। পরে আরও একজনকে গ্রেফতার করে। দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হত বলে অভিযোগ। পোলবা থানায় সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই এফআইআরএ বিপ্লব সরকারের নাম ছিল। নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শীলেরও।
‘শিশুরাও রেহাই পাচ্ছে না’ (TMC Leader Arrested)
বিপ্লব সরকার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত (TMC Leader Arrested)। ফলে এই ঘটনায় জোর রাজনৈতিক চর্চা চলছে। তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমার সঙ্গে কারও সম্পর্ক আছে বলেই, সে অন্যায় করলে পার পেয়ে যাবে না। অন্যায় করলে তার বিচার হবে। পুলিশ তদন্ত করছে। শাস্তি হবেই।” বিজেপির সপ্তগ্রাম মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, “যে দুধ শিশুরা খায়, সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হত। শিশুরাও রেহাই পাচ্ছে না।”
জেরা করে বেশ কিছু তথ্য
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বক্সী বলেন, “দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়েছিল পোলবা থানা। তারপরেই অভিযান চালায়। যে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করা হত সেটিও উদ্ধার হয়েছে। দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে।” তিনি আরও বলেন, “যার নেতৃত্বে এই কারবার চলছিল, তাকেও গ্রেপ্তার করা হবে। বিপ্লব সরকার সেই মূল পাণ্ডার সহযোগী। কে প্রভাবশালী জানি না, যারা এর সঙ্গে জড়িত, তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব।”