ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁও হামলার অন্যতম মূল চক্রী (Pahalgam News) হিসেবে উঠে এসেছে আদিল আহমেদ ঠোকরের নাম। গোয়েন্দা সূত্রে জানা গেছে, আদিল ২০১৮ সালে পাকিস্তানে পাড়ি দিয়েছিল স্টুডেন্ট ভিসায়। পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈয়বার সঙ্গে যোগাযোগ স্থাপন করে সে। ২০২৪ সালের শেষের দিকে কাশ্মীরে ফিরে আসে আদিল।
পহেলগাঁও হামলার মূল চক্রী (Pahalgam News)
গত বছরের অক্টোবরে পুঞ্চ-রাজৌরি সেক্টরের দুর্গম রাস্তা (Pahalgam News) দিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীরে প্রবেশ করে সে। সঙ্গে ছিল তিন থেকে চার জন জঙ্গি, তাদের মধ্যে এক জন পাক নাগরিক হাশিম মুসা ওরফে সুলেমান। গোয়েন্দাদের সন্দেহ, এই মুসাই পহেলগাঁও হামলার মূল চক্রী।
আন্তর্জাতিক মহলের নজর কাড়বে (Pahalgam News)
আদিল অনন্তনাগে পৌঁছানোর পর গা ঢাকা (Pahalgam News) দেয়। তার সঙ্গে আসা জঙ্গিরা ঘন জঙ্গলে এবং প্রত্যন্ত গ্রামে আশ্রয় নেয়। এই সময় তারা ‘স্লিপার সেল’-এর সঙ্গে যোগাযোগ শুরু করে। গোয়েন্দাদের ধারণা, তারা এমন একটি জায়গা খুঁজছিল, যেটি হামলার জন্য উপযুক্ত হবে এবং আন্তর্জাতিক মহলের নজর কাড়বে। বৈসরন উপত্যকা সেই সময় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, যা হামলার জন্য আদিলদের জন্য সুবিধাজনক হয়ে ওঠে।

পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার তথ্য
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জন ভারতীয় এবং নেপালের এক নাগরিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনায় আদিল এবং আসিফ শেখের নাম উঠে এসেছে। পাকিস্তান সরকার এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, তবে ভারতীয় গোয়েন্দারা আদিলের পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার তথ্য পেয়েছে।
পহেলগাঁও হামলার পর ভারতীয় প্রশাসন অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আদিলের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে তার অবস্থান এখনও অজানা। গোয়েন্দারা তার ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।