ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। যেখানে ভারতে উপস্থিত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে কেউ কেউ চলে গেছেন এবং মঙ্গলবারের মধ্যে আরও কয়েকজনকে ফেরত পাঠানো হবে। পাশাপাশি, এই নিয়ম না মানা পাকিস্তানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। নরেন্দ্র মোদীর সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা ভারত ছাড়বেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ (Pahalgam Terrorist Attack)
পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে ভারত সরকার। সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিলের পাশাপাশি সমস্ত পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসাবে, সার্ক ভিসার মেয়াদ শেষ হয়েছে শনিবার। এর পাশাপাশি মেডিক্যাল ভিসা ছাড়া সব রকমের ভিসার মেয়াদ শেষ হয়েছে রবিবার। মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (Pahalgam Terrorist Attack)। তবে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে দীর্ঘমেয়াদী ও কূটনৈতিক ভিসা।
মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে (Pahalgam Terrorist Attack)
গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে ফোনে কথা বলেন। প্রত্যেক রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে আবেদন করেন। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করেন। সেখানে তিনি ভিসা বাতিল হওয়া পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশে ফিরে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন। ভিসা বাতিল হওয়ার পরও কোনও পাক নাগরিক এদেশে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন বলে জানা গিয়েছিল (Pahalgam Terrorist Attack)।
আরও পড়ুন: Kashmir Terror Attack: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিহানার আশঙ্কা, বন্ধ ৪৮টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র!
জরিমানা এবং কারাদণ্ড হবে
সূত্রের খবর, পহেলগামে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের নাগরিকদের নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ওয়াধা সীমান্ত। তবে, ওই নির্দেশ দেওয়া পরে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন ৬২৭ জন। ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি আইনের ২৩ ধারা অনুসারে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে কেন্দ্র সরকার। ওই আইন অনুযায়ী যদি কোনও পাকিস্তানি দেশে থেকে যান সেক্ষেত্রে তাঁদের জরিমানা এবং কারাদণ্ড হবে। তাঁদের ৩ বছরের কারাদণ্ড, ৩ লক্ষ টাকা জরিমানা বা দুটিই এক সঙ্গে হতে পারে।