ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে ভারত সরকার যে কঠোর মনোভাব নিয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটছে দেশের নানা প্রান্তে(Pak National Died)। কেন্দ্রীয় সরকারের নির্দেশে পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, যার পর রাজ্য প্রশাসনগুলি পাক নাগরিকদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই আবহে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে অমৃতসরে—ফেরার পথে মৃত্যু হয়েছে এক পাকিস্তানি নাগরিকের।
ভিসার মেয়াদ আগেই শেষ (Pak National Died)
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আব্দুল ওয়াহিদ, বয়স ৬৯। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ভারতে ছিলেন(Pak National Died)। যদিও আরও একটি সূত্র জানাচ্ছে, আব্দুলের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি ভারতে অবস্থান করছিলেন। ভারত ছাড়ার নির্দেশ মেনে অটারী সীমান্ত দিয়ে পাকিস্তানে (Shehbaz Sharif) ফেরার উদ্দেশে রওনা দেন আব্দুল। কিন্তু অমৃতসরের কাছে পৌঁছতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।এই মৃত্যুর ঘটনা একটি করুণ বাস্তব সামনে নিয়ে আসে। দীর্ঘ সময় ধরে ভারতে (Narendra Modi) বসবাস করা কেউ যখন হঠাৎ দেশ ছাড়তে বাধ্য হন, তখন মানসিক ও শারীরিক চাপের প্রভাব যে কতটা গভীর হতে পারে, আব্দুলের মৃত্যু সেটাই স্মরণ করিয়ে দেয়।
বাতিল ‘সার্ক’ ভিসাও(Pak National Died)
এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে পাকিস্তান থেকে যাঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাঁদের সবাইকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে (Pak National Died)। বাতিল করা হয়েছে ‘সার্ক’ ভিসাও, যা সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলির নাগরিকদের জন্য বহুল ব্যবহৃত ভিসা। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট ১২ ধরনের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে পর্যটন, ব্যবসা ও গবেষণা সংক্রান্ত ভিসা। শুধু মেডিক্যাল ভিসার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, যার মেয়াদ শেষ হয়েছে ২৯ এপ্রিল।

আতঙ্ক ও অনিশ্চয়তা(Pak National Died)
এই নির্দেশের ফলে ভারতে অবস্থানকারী সমস্ত পাক নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে (Pak National Died)। ইতিমধ্যেই ১৩৯ জন পাক নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, এবং সেই সংখ্যা আরও বাড়তে চলেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসকারী মানুষদের এক মুহূর্তে সবকিছু ছেড়ে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।

আরও পড়ুন: India Close Airspace : পহেলগাঁও হামলায় আরও কড়া পদক্ষেপ! পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে (Pak National Died)
এই পদক্ষেপ কূটনৈতিকভাবে যতটা গুরুত্বপূর্ণ, মানবিক দৃষ্টিকোণ থেকেও তা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে(Pak National Died)। একটি জঙ্গি হামলার জন্য সমগ্র সম্প্রদায় বা নাগরিকদের দায়ী করে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা কতটা যুক্তিযুক্ত—সেই প্রশ্ন এখন উঠে আসছে নানা মহলে।বর্তমান পরিস্থিতিতে, ভারত-পাকিস্তান সম্পর্ক যে আরও তলানিতে ঠেকেছে, তা বলাই বাহুল্য। তবে রাজনৈতিক সিদ্ধান্তের ফাঁকে মানবিক মূল্যবোধ যেন বিস্মৃত না হয়—সেই আশাই করছেন সাধারণ মানুষ।