Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৫ মে রীতিমত অনুরাগীদের বড় উপহার দিলেন আমির খান (Aamir Khan)। অনুরাগীদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল, আমির খানকে সেই আঠারো বছর আগের লুকে দেখার (Sitaare Zameen Par)। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে ভিড় করেছিল একরাশ উচ্ছ্বাস। দীর্ঘ ১৮ বছর পর পর্দায় আসছে ‘তারে জামিন পর’ (Taare Zameen Par) এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par)। এই ছবিতে আমির খানের লুক কেমন হতে চলেছে? প্রকাশ্যে এল সেই ছবি।
অপেক্ষার অবসান (Sitaare Zameen Par)
বলিপাড়ায় এখন হইচই। দীর্ঘদিনের অপেক্ষার পর সেই অপেক্ষার অবসান হতেই বেশ খুশি আমির অনুরাগীরা (Sitaare Zameen Par)। কয়েক মাস আগে প্রজাতন্ত্র দিবসে ভাদোদরার স্ট্যাচু অফ ইউনিটের সামনে দাঁড়িয়ে অভিনেতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন আসন্ন ছবি সংক্রান্ত বেশ কিছু কথা। এছাড়াও জানিয়েছিলেন, ছবির গুরুত্বপূর্ণ অংশে চলে আসবে ভাদোদরার ছবি। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিটি তৈরি হচ্ছে আমিরের পছন্দের গল্পের উপর নির্ভর করে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানকে ।
আসছে সিক্যুয়েল (Sitaare Zameen Par)
‘তারে জামিন পর’ ছবি রীতিমত মাইলস্টোন রচনা করেছে গোটা ভারতবর্ষে (Sitaare Zameen Par)। এখনও মানুষের মুখে মুখে ঘোরে এই ছবির নাম। সুন্দর গল্পের বুননের পাশাপাশি মনস্তাত্ত্বিক দিক দক্ষ ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আর সেই ছবির সিক্যুয়েল আসছে, এটা দর্শকদের কাছে বড় পাওনা। তবে এবার পর্দায় ‘সিতারে জামিন পর’ বলবে একটু অন্যরকম মানবিক গল্প।
পিছিয়ে গেল মুক্তি
কথা ছিল, ২০২৫ এর ৩০ শে মে ছবিটি মুক্তি পাবে। কিন্তু ছবি মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। এখনও ছবির কাজ সম্পূর্ণ হয়নি। তাই ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুন। ছবিটির পরিচালনা করছেন আর এস প্রসন্ন। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা।
আরও পড়ুন: Babil Khan: “বলিউডের পুরোটাই ভণ্ডামি”, বাবিলের পাশে তারকারা! স্বস্তি মিলল?
প্রকাশ্যে ছবির প্রথম পোস্টার
৫ই মে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার (First Look Poster)। সেখানে আমির খানের লুক বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এই লুকের সঙ্গে আমিরের তরুণ চেহারার বেশ খানিকটা মিল রয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, আমির মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। তাঁর পাশে রয়েছেন বিশেষ ভাবে সক্ষম বেশ কিছু মানুষ। ছবিটির সাথে লেখা রয়েছে, “সবকা আপনা আপনা নর্মাল”। তবে লেখার ইংরেজি লেটারগুলো একটু উল্টোপাল্টা করে লেখা। এ থেকেই স্পষ্ট ছবির গভীর অর্থ।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: খোলা আকাশের নিচে ব্রেকড্যান্স! শিবপ্রসাদের নতুন লুকে তাজ্জব টলিপাড়া
বক্স অফিসে কতটা বাজিমাত করবে?
আপাতত আমির খান প্রোডাকশনের এই ছবির জন্য অপেক্ষা করতে হবে আগামী ২০ই জুন পর্যন্ত। এবার দেখার, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পর’ এর ছবিটির তুলনায় ‘সিতারে জামিন পর’ বক্স অফিসে ঠিক কতটা বাজিমাত করে। আমিরের নতুন ছবি দর্শকদের মন জয় করব কিনা, সেই প্রশ্নের উত্তর এখন সময়ের গর্ভে।