ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) মুকুটে নয়া পালক। দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে (Dada Saheb Phalke Film Festival) সেরা অভিনেত্রী হলেন পর্দার বিনোদিনী (Binodiini)। আর ‘বিনোদিনী’র জন্য গর্বিত দেব (Dev)। শুভেচ্ছা জানালেন টলিউডের সুপারস্টার। দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়ে কী বললেন অভিনেত্রী?
সেরা অভিনেত্রীর শিরোপা (Rukmini Maitra)
‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ (Binodiini – Ekti Natir Upakhyan) ছবির জন্য রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) বেশ প্রশংসিত হয়েছিলেন। এবার সেই সিনেমার হাত ধরেই দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলেন নায়িকা। পেলেন সেরা অভিনেত্রীর শিরোপা। চলতি বছরের একদম গোড়ার কথা। প্রায় পাঁচ বছরের লড়াই। তারপর বড় পর্দায় মুক্তি পায় রামকমল মুখার্জি পরিচালিত ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র।
কী বললেন রুক্মিণী? (Rukmini Maitra)
এর আগেও একাধিক সাক্ষাৎকারে রুক্মিণীকে (Rukmini Maitra) বলতে শোনা গিয়েছে, তাঁর জীবনের অন্যতম কাজ বিনোদিনী চরিত্র। দর্শকদের মনে রীতিমত সাড়া ফেলে দিয়েছে তাঁর অভিনয়। বক্স অফিসেও বেশ ভালই লাভ করে। এবার এই ছবির জন্য বিশেষ ভাবে তিনি সম্মানিত হয়েছেন দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে। রুক্মিণীর কথায়, বিনোদিনী তাঁকে ভরিয়ে দিয়েছে। দুহাত ভরে তিনি আশীর্বাদ পাচ্ছেন।
ছবির জন্য কঠিন লড়াই
বিনোদিনী চরিত্রের জন্য অভিনেত্রীকে কম পরিশ্রম করতে হয়নি। পর্দায় বিনোদিনী হয়ে ওঠার জন্য অভিনয়ের পাশাপাশি নাচের প্রশিক্ষণ নিতে হয়েছে। রীতিমত হার না মানা লড়াই করেছেন। এই চরিত্রে অভিনয় করার জন্য হাল ছাড়েননি। পাঁচ বছর একটা ছবির পিছনে পড়ে থাকা কম বড় কথা নয়।
আরও পড়ুন: Kiara Advani: মেট গালায় অভিষেক হবু মায়ের, কিয়ারার রূপে নয়া ঝলক!
কী বললেন দেব?
পর্দার বিনোদিনীর জীবনের এই বিশেষ খবরে ছবির প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে লেখা হয় “রুক্মিণী মৈত্রকে শুভেচ্ছা। ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির জন্য তোমার শক্তিশালী অভিনয় এখনও মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।”
একাধিক পুরস্কার প্রাপ্তি
এর আগেও কিন্তু বিনোদিনী চরিত্রে অভিনয় করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী পুরস্কৃত হয়েছেন। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ পুরস্কৃত হয়েছে অন্তত তিনটি বিভাগে। ছবিটিতে রুক্মিণী মৈত্র ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মীর আফসার আলী, ওম সাহানি, কৌশিক গাঙ্গুলী, রাহুল বসু, চন্দন রায় সান্যাল সহ অনেককে।
আরও পড়ুন: Chitra Sen Birthday: পর্দার ‘দাপুটে শাশুড়ি’ চিত্রা সেন, কোথায় হারিয়ে গেলেন?
সহজ কথায় বলতে গেলে, রুক্মিণী মৈত্র বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সফল ভাবে পর্দায় তুলে ধরতে সক্ষম হয়েছেন। গত এপ্রিল মাসে প্রায় ৭৫ দিনের রেকর্ড পার করেছে ছবিটি। পৌঁছে গিয়েছিল উপরাষ্ট্রপতি ভবনে। সেখানেও প্রশংসিত হয়েছেন রুক্মিণী। এই ছবির প্রযোজক হিসেবে গর্বিত দেব।