ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে বুধবার শ্রীনগর বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ রয়েছে এবং বিমানবন্দরটি বর্তমানে ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণে। এছাড়া, উত্তরের অন্যান্য বিমানবন্দরগুলোতেও ফ্লাইট পরিষেবা ব্যাহত হচ্ছে।
অপারেশন সিঁদুরের পরবর্তী পদক্ষেপ (Srinagar Airport Closed)
পাকিস্তানের পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে (Srinagar Airport Closed)। এই হামলার পর পাকিস্তান দাবি করেছে যে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। উত্তেজনার মধ্যে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীনগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
একাধিক ফ্লাইট বাতিল (Srinagar Airport Closed)
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব সরাসরি পড়েছে বেসামরিক বিমান চলাচলে। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট—এই শহরগুলোর বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমান পরিষেবা বন্ধের তালিকা (Srinagar Airport Closed)
ইন্ডিগো, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়া সহ একাধিক বিমান সংস্থা শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে ফ্লাইট বাতিল করেছে (Srinagar Airport Closed)। এছাড়া, পাকিস্তানও লাহোর, সিয়ালকোট, ইসলামাবাদ, মুলতান ও ফয়সালাবাদ বিমানবন্দর বন্ধ করেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও বিকল্প রুটে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: Indian Army Strike: নয় নাগরিক নয় সেনাঘাঁটি, শুধুমাত্র পাক-জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতীয় সেনার
এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো—তিনটি বড় বিমান সংস্থা জানিয়েছে:
- এয়ার ইন্ডিয়া দুপুর ১২টা পর্যন্ত উত্তর ভারতের সব ফ্লাইট বাতিল করেছে (Srinagar Airport Closed)। অমৃতসরগামী আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঘুরিয়ে আনা হয়েছে দিল্লিতে।
- স্পাইসজেট জানিয়েছে, ধর্মশালা, লেহ, যোধপুর-সহ বহু রুটে সব পরিষেবা বন্ধ।
- ইন্ডিগো জানিয়েছে, তাদের শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর, লেহ, ধর্মশালাগামী ফ্লাইট আপাতত বাতিল।

যাত্রীদের পরামর্শ (Srinagar Airport Closed)
যাত্রীদের উদ্দেশ্যে বিমান সংস্থাগুলো অনলাইনে ফ্লাইটের আপডেট চেক করতে এবং রিফান্ড বা বিকল্প ফ্লাইটের জন্য যোগাযোগ করতে বলছে। এছাড়া, বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের সহযোগিতা করছে।
উত্তর ভারতের আকাশপথে চলমান অস্থিরতার মধ্যে শ্রীনগর বিমানবন্দরের বন্ধ (Srinagar Airport Closed) থাকা এবং অন্যান্য বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হওয়া যাত্রীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।