ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “ভারত সংঘর্ষ চায় না, কিন্তু পাকিস্তান যদি অশান্তি ছড়ায়, তাহলে ভারতও চুপ করে থাকবে না” — ‘অপারেশন সিঁদুর’-এর পর বুধবার এমনই কড়া বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Doval On Operation Sindoor)। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনও রকম আপস করবে না ভারত। সন্ত্রাসবাদে মদত দিলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে।মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) ন’টি এলাকায় প্রিসিশন স্ট্রাইক চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা প্রভৃতি জঙ্গি সংগঠনের ঘাঁটি। হামলায় ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তির SCALP ও HAMMER মিসাইল। নিহত হন একাধিক জঙ্গি, ধ্বংস হয় অস্ত্রভাণ্ডার ও প্রশিক্ষণ শিবির।
আন্তর্জাতিক মহলকে বার্তা (Doval On Operation Sindoor)
হামলার ঠিক পরেই কূটনৈতিক দৌত্য শুরু করেন ডোভাল (Ajit Doval)। ভোররাতে তিনি ফোনে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশসচিব মার্কো রুবিও-র সঙ্গে(Doval On Operation Sindoor)। তারপর একে একে ব্রিটেনের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, জাপানের মাসাতাকা ওকানো, ইউএই-এর শেখ তাহনুন, রাশিয়ার সের্গেই শোইগু, চীনের ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পরামর্শদাতা ইমানুয়েল বনের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।সরকারি সূত্রে খবর, ডোভাল প্রতিটি দেশের প্রতিনিধিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন — ভারতের এই পদক্ষেপ আত্মরক্ষার অংশ, এবং তা মোটেই যুদ্ধচেষ্টা নয়। কিন্তু সন্ত্রাসবাদে মদত দেওয়া হলে ভারত ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ নিতে দ্বিধা করবে না।
‘অপারেশন সিঁদুর’ এর প্রস্তুতি ও নজরদারি (Doval On Operation Sindoor)
NSA ডোভাল এই অভিযানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বৈঠক করেন (Doval On Operation Sindoor)। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযানের রূপরেখা স্থির করা হয়। মঙ্গলবার রাতে যখন অভিযান শুরু হয়, তখন নয়াদিল্লিতে সেনা সদর দফতর ও প্রধানমন্ত্রী কার্যালয়ে উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ চলছিল।চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, RAW ও IB-এর শীর্ষ কর্মকর্তারাও ছিলেন উপস্থিত। NSA ডোভাল সরাসরি অভিযান পর্যবেক্ষণ করেন এবং নিয়মিতভাবে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) অবহিত করেন পরিস্থিতি সম্পর্কে।

পাকিস্তানকে সতর্ক বার্তা (Doval On Operation Sindoor)
NSA ডোভাল বলেন, “আমরা কোনও সংঘর্ষ চাই না(Doval On Operation Sindoor)। কিন্তু পাকিস্তান যদি আমাদের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে, সন্ত্রাস ছড়ায়, তাহলে আমরা চুপ করে থাকব না। ভারত কড়া প্রতিশোধ নিতে প্রস্তুত।”তিনি জানান, অভিযানের পর যেসব দেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তাদের বিস্তারিত জানানো হয়েছে যে এই হামলা কেবল জঙ্গিদের বিরুদ্ধে এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।

আরও পড়ুন: SCALP Missile : ‘অপারেশন সিন্দুর’-এ আঘাত হানে ঘাতক মিসাইল SCALP! কতটা ভয়ঙ্কর এই মিসাইল?
পাকিস্তানের প্রতিক্রিয়া (Doval On Operation Sindoor)
পাকিস্তান ইতিমধ্যেই ভারতের এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেছে(Doval On Operation Sindoor)। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে “আক্রমণের কাজ” বা “act of war” বলে অভিহিত করেছেন। পাক সেনার তরফে জানানো হয়েছে, হামলায় ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। তবে ভারতীয় পক্ষ জানিয়েছে, হামলা চালানো হয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে।
বিশ্লেষকদের মত (Doval On Operation Sindoor)
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতের কৌশলগত জবাবদিহি এবং আন্তর্জাতিক মহলের সাথে সমন্বয় গঠনমূলক পদক্ষেপ। NSA ডোভালের সক্রিয় ভূমিকা এবং কূটনৈতিক দৌত্য এই অভিযানে বৈধতা এনে দিয়েছে। এতে ভবিষ্যতে পাকিস্তান যদি উত্তেজনা বাড়াতে চায়, তবে তারা বুঝে নেবে ভারতের প্রতিক্রিয়া কতটা কার্যকর এবং পরিকল্পিত।‘অপারেশন সিঁদুর’ ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিক, দ্রুত এবং কৌশলগত প্রতিক্রিয়ার নিদর্শন। NSA অজিত ডোভালের সুদৃঢ় বার্তা বুঝিয়ে দিয়েছে — ভারত শান্তিপ্রিয়, তবে দুর্বল নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবার আরও দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।