ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিকে শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) তো অপরদিকে কৌশানি মুখার্জী (Koushani Mukherjee) । কোন দিকে যাবেন শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee)? বুঝতেই পারছেন না। মঞ্চের উপর টানাটানি। কিছুটা হল বাগবিতণ্ডা। কিন্তু পরিচালক-অভিনেতার এমন হাল কেন? অবশেষে সমস্যার সমাধান হলই বা কীভাবে? সবটাই ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়।
শিবপ্রসাদকে নিয়ে দুই নায়িকার টানাটানি (Shiboprosad Mukherjee)
সম্প্রতি ছবি প্রচারের একটি অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছে কৌশানি, শ্রাবন্তী এবং শিবপ্রসাদকে (Shiboprosad Mukherjee)। শ্রাবন্তীর সঙ্গে এই প্রথমবার কাজ করা, এটা বলেই শ্রাবন্তীকে মঞ্চে ডেকে নেন শিবপ্রসাদ। তারপর শিবপ্রসাদ বলেন, “শ্রাবন্তী আমার বস সিনেমায় মৌসুমী হয়ে আমার সঙ্গে কাজ করেছে। আমি অনিমেষ গোস্বামী। একটি কোম্পানির সিইও হিসেবে রয়েছে।” শিবপ্রসাদের এই কথার মাঝেই মঞ্চের নিচ থেকে কৌশানি শিবপ্রসাদকে থামিয়ে গটগট করে মঞ্চের উপরে উঠে আসেন। তারপর মঞ্চে উঠে রীতিমত সবাইকে অবাক করে দিয়ে, শিবপ্রসাদের দিকে তাকিয়ে কৌশানি বলেন, “আপনি তো আমার ময়দা মুখো, কবে অনিমেষ গোস্বামী হলেন?”
অবাক শ্রাবন্তী (Shiboprosad Mukherjee)
অপরদিকে অবাক হয়ে শ্রাবন্তীও শিবপ্রসাদকে (Shiboprosad Mukherjee) জিজ্ঞাসা করেন, “কে উনি? এই মেয়েটা কে অর্থাৎ কৌশানি কে?” কৌশানির সপাটে জবাব, “এই মেয়েটাই কিন্তু আগে। আমি কোনও সিইও মানি না, আমি মনে করি, আমাদের দুজনের মধ্যে আমি সিইও।” তারপরেই পুরো বিষয়টা খোলসা করেন কৌশানি। বলেন, “প্রথম বহুরূপী, তারপর আমার বস।”
আসল ব্যাপারটা কী?
আসল বিষয়টা খোলসা করেন শিবপ্রসাদ। বলেন, “আগামী ৯ মে বহুরূপীর (Bohurupi) ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে। আর এই দিনেই আমাদের ‘আমার বস’ (Aamar Boss) সিনেমা মুক্তি পাচ্ছে। যার কারণে আমার দুদিকে এইরকম একটা আক্রমণ শুরু হয়েছে।” শ্রাবন্তী তো রীতিমত হেসে ফেলেন। বলেন, “এরকম আক্রমণ কে না চায় বলো তো?” অপরদিকে কৌশানির বক্তব্য, “দু নৌকায় পা দিয়ে চললে এমনটাই হয়।”
আরও পড়ুন: Sonu Nigam: মারাত্মক অপমান! কন্নড় বিতর্কে কাজ হারালেন সোনু নিগম
মজার ছলে ঝগড়া
আসলেই পুরো ঘটনাটাই হয়েছে একদম মজার ছলে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত পেরোলেই ৯ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির ‘আমার বস’। পাশাপাশি এখনও কাটেনি বহুরূপীর রেশ।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: নাগা অতীত, সামান্থার জীবনে নতুন রং! কার প্রেমে পড়লেন তিনি?
২২ বছর পর ফিরলেন রাখী গুলজার
আমার বস ছবির মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর আবার বাংলা ছবিতে দেখা যেতে চলেছে রাখি গুলজারকে। তিনি মূলত অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখার্জির মায়ের ভূমিকায়। ছবিটিতে হাইলাইটেড হয়েছে প্রবীর নাগরিকদের জীবন কথার পাশাপাশি, বর্তমান প্রজন্মের নানান সমস্যার কথা। এখন গরমের ছুটি, আর এই সময় উইন্ডোজ প্রযোজনার এই ছবি ঘিরে দর্শক মহলে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে।